কারাদণ্ড
নাটোরে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড
নাটোরের বড়াইগ্রামে মাদক মামলার একজনকে যাবজ্জীবন ও অস্ত্র মামলার একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৫) ও মশিউর রহমান (৩৭)। এদের মধ্যে কলিমুদ্দিনকে যাবজ্জীবন এবং মশিউরকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া রায়ের সময় মশিউর আদালতে উপস্থিত থাকলেও কলিমুদ্দিন পলাতক রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড
সরকারি কৌসুলি সিরাজুল ইসলাম জানান,২০১৫ সালের ২০ আক্টোবর বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ কলিমুদ্দিনকে আটক করেছিল পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাড়িওয়ালাকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
এদিকে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি একই উপজেলার লক্ষ্মীকোল এলাকার মশিউর রহমানের বাড়ি থেকে গুলিসহ সুটারগান উদ্ধারের পর পুলিশ পরে তাকে আটক করা হয়।
২ বছর আগে