নির্বাচনে
জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বললেন গণপূর্তমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে সমর্থন ও বিজয়ী করার জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: বিজিএমইএ ভবন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেই ভাঙা হবে: গণপূর্তমন্ত্রী
মোকতাদির চৌধুরী বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে আমি বিজয়ী হয়েছি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে প্রত্যাশিত ভোট পায়নি এবং কয়েকটি কেন্দ্রে বিজয়ী হতে পারিনি। এসব কেন্দ্র সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা আছে বলেই এমনটি হয়েছে। এ দুর্বলতা যথা শিগগিরই কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি সফলভাবে উদযাপনের জন্য ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: কার্যক্রমের পরিধি বাড়ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের: গণপূর্তমন্ত্রী
জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী ৭ মার্চ ইউনেস্কোর হেরিটেজ খ্যাত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ বক্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: গ্রামাঞ্চলের আবাসন ব্যবস্থায়ও শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
১০ মাস আগে
খুলনা সিটি নির্বাচন: বিএনপি নেতা কায়সারের বাড়িতে হামলা, নির্বাচনে অংশ না নিতে হুমকি
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতার বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৬ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মো. মাহবুব কায়সার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জানা গেছে, দুর্বৃত্তরা মাহবুব কায়সারকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিতে নির্দেশ করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তবে এ সময় সাবেক কাউন্সিলর বাড়িতে ছিলেন না। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১৪/১৫টি মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা মাহবুব কায়সারের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আসন্ন নির্বাচনে অংশ না নিতে হুমকি দেয়। তারা আকস্মিকভাবে বাড়ির মূল ফটক ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত শহর রক্ষা বাঁধ দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।
সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিকভাবে সন্ত্রাসীরা আমাকে হুমকি-ধামকি দিয়েছে। নির্বাচনে অংশ নিলে শেষ করে দিবে বলে চিৎকার করেছে। তবে কারা এ ঘটনাটি ঘটালো এখনও বুঝতে পারছি না। আমি তাৎক্ষণিকভাবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সদর থানা পুলিশকে জানিয়েছি।
মেয়র বিষয়টি দেখবেন বলে আশ্বাস করেছেন। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা উদ্বীগ্ন বলে জানান তিনি।
আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সংখ্যালঘুরা নতুন করে ভাবতে বাধ্য হবে: রাণা দাশগুপ্ত
১ বছর আগে
আইন বলে দিবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন বলে দিবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না।
তিনি বলেছেন, আইন যা বলে, তাই হবে। আইনে যদি বলে তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে তিনি করবেন। আর আইন যদি বলে তিনি নির্বাচন করতে পারবেন না, তাহলে তিনি তা করতে পারবেন না। আপতত যে আইন আছে তাতে মনে হয় না যে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ করতে পারবেন।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না-এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হবে: আইনমন্ত্রী
ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী কথা বলেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, যদি কোন ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে নূন্যতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে তাহলে তিনি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না।
তিনি (খালেদা জিয়া) তো আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত।
বিএনপির আইনজীবীরা খালেদা জিয়ার পক্ষে আপিল করে তা শুনানির উদ্যোগ নিচ্ছেন না। এর ফল কি হবে-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তারা কি করবেন, আর কি করবেন না, আমি কি সে জন্য তাদের উপদেশ (এডভাইস) দিবো?
তারা আপিল শুনানির উদ্যোগ নিচ্ছেন না, তার কৈফিয়ত যদি আমাকে দিতে হয়, তাহলে তো সেটা অযৌক্তিক হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আনিসুল হক বলেন, এ আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ এ আইন করাই হয়েছে শুধু সাইবার অপরাধ দমন করার জন্য।
বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এ আইন করা হয়নি।
ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় যে ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর নাম ঘোষণা দেয়া হয়েছে সে বিষয়ে তিনি কয়েক দিনের মধ্যে ব্যাখ্যা দিবেন বলে জানান আইনমন্ত্রী।
প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।
আরও পড়ুন: খেলাপি ঋণ এর পরিমাণ কমিয়ে আনতে চায় সরকার: আইনমন্ত্রী
আবেদন করলেই শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী
২ বছর আগে
কুমিল্লায় আরও বেশি ভোটে জয়ের প্রত্যাশা করেছিলাম: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি ভোটে জিতবে বলে প্রত্যাশা করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতবো। আমাদের ধারণা ছিল ছয় হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে।’
বৃহস্পতিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ম্যাগাজিন ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে মনিরুল হক সাক্কুর জয়ের ধারা পাল্টে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হন।
দুইবারের মেয়র সাক্কুকে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন রিফাত।
আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচন: আওয়ামী লীগের রিফাত মেয়র নির্বাচিত
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুসারে, রিফাত ৫০ হাজার ৩১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাক্কু ৪৯ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।
পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে রিফাত নৌকা প্রতীক নিয়ে এবং সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২ বছর আগে