অর্থসচিব
সরকারি প্রতিষ্ঠান সুষ্ঠু ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ করা হয়েছে: অর্থসচিব
সরকারি প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বতন্ত্র অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার।
শুক্রবার (১৭ জানুয়ারি) মানিকগঞ্জে `ইন্টারনাল অডিটিং জার্নি ইন পাবলিক সেক্টর’ বিষয়ক অংশীজনদের পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এমন কথা বলেন।
সচিব বলেন, ‘আর্থিক ব্যবস্থাপনা শুধু অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়, সরকারের সব ব্যয় নির্বাহী প্রতিষ্ঠানও এর সাথে যুক্ত। তাই অর্থ মন্ত্রণালয় পাঁচটি ‘ব্যয়বহুল বিভাগ’, যেখানে কেনাকাটা বেশি হয়– প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরে অভ্যন্তরীণ অডিটিং পাইলটিং হচ্ছে। এ উদ্যোগ সুদূরপ্রসারী হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চালু করার জন্য সরকার কাজ করেছে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনটিতে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হাকিম, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা
সিরাজুন নূর চৌধুরী বলেন, ইন্টারনাল কন্ট্রোল স্থাপন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইন্টারনাল অডিটের (অভ্যন্তরীণ নিরীক্ষা) গুরুত্ব অপরিসীম।
এ সময়ে সিস্টেম ডিজিটাইজড করার পাশাপাশি এই সিস্টেম ব্যবহারকারী, বিশেষকরে ভেন্ডরদের দক্ষতার বিষয়টিও ভাবতে হবে বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম। আব্দুল হাকিম বলেন, ইন্টারনাল অডিট বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন খুবই জরুরি।
১০৮ দিন আগে
এডিবি-বিশ্বব্যাংক থেকে ডিসেম্বরের মধ্যে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ: অর্থসচিব
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ৬০ কোটি ডলার এবং বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া ঋণের প্রতিশ্রুতির পরিমাণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মজুমদার বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলো অন্তর্বর্তীকালীন প্রশাসনের বাস্তবায়িত নীতিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
আরও পড়ুন: এডিবি-ইডিসিএফের অর্থায়নে একসঙ্গে কৃষি গবেষণা করবে ইউজিসি ও বাকৃবি
অর্থ সচিব বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত পদক্ষেপগুলো ভাল ফলাফল দিয়েছে। তহবিলের ক্ষেত্রে আমাদের প্রাথমিক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা এডিবির সঙ্গে ৬০ কোটি ডলার ঋণ নিয়ে সফলভাবে আলোচনা করেছি এবং ডিসেম্বরের মধ্যে এই তহবিল পাওয়ার আশা করছি।’
একই সময়সীমার মধ্যে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হওয়া বিশ্বব্যাংকের সঙ্গে অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। ‘শুরুতে, এই ঋণগুলো যথাক্রমে ৩০ কোটি ডলার এবং ২৫ কোটি ডলার নির্ধারণ করা হয়েছিল, তবে পরে অনুকূল আলোচনার কারণে তা দ্বিগুণ হয়।’
সরকার আইএমএফের কাছে আরও আর্থিক সহায়তা চেয়েছে উল্লেখ করে ড. মজুমদার বলেন, 'আমরা এ বছর আইএমএফের সহায়তায় অতিরিক্ত ১০০ কোটি ডলার চেয়েছি। ৪ ডিসেম্বর আইএমএফ’র প্রতিনিধি দল সফরের সময় আলোচনা শেষ হবে এবং আমরা আশাবাদী।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি হবে ১০.১ শতাংশ: এডিবির পূর্বাভাস
অর্থ সচিব তার নীতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে অব্যাহত সমর্থন নিশ্চিত করতে সরকারের সক্ষমতায় আস্থা প্রকাশ করেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.১ শতাংশে নামাল এডিবি
১৬৭ দিন আগে
দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন
দেশের প্রথম নারী অর্থসচিব হিসেবে জ্যৈষ্ঠ আমলা ফাতিমা ইয়াসমিনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
১১ জুলাই থেকে তিনি নতুন দায়িত্ব পালন করবেন। ফাতিমা ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন ফাতিমা।
এদিকে জনপ্রশাসনের আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান ১১ জুলাই থেকে ইআরডিতে সচিব হিসেবে যোগদান করছেন।
আরও পড়ুন: মন্ত্রণালয়ে প্রায় ৪ লাখ পদ শূন্য: ফরহাদ
ফাতিমা বাংলাদেশের প্রথম নারী ইআরডি সচিবও। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ইআরডির নতুন সচিব শরিফাও বিসিএসের ১৯৯১ ব্যাচের একজন কর্মকর্তা।
১০৫৪ দিন আগে