আলাবামা
যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২
যুক্তরাষ্ট্রের আলাবামার শহরতলির এক গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বার্মিংহাম শহরতলির ভেস্তাভিয়া হিলসের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল গির্জায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩
তিনি বলেন, গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।
তবে সন্দেহভাজন ওই ব্যক্তি বা ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেন ওয়্যার।
১০৩৬ দিন আগে