নানা
চট্টগ্রামে ট্রাকচাপায় নানা-নাতনির মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে সাত বছরের এক শিশু এবং মোটরসাইকেলচালক মারা যান।
তিনি আরও বলেন, এসময় এক নারী আহত হন। খবর পেয়ে আমাদের একটি টিম তাদের লাশ উদ্ধার করে, আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু!
কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি কারাগারে
১১ মাস আগে
মারা গেছেন পরীমণির নানা
চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (২৪ নভেম্বর) ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
ফেসবুকে তিনি লিখেছেন, 'আমাদের শ্রদ্ধেয় নানুভাই... পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।'
আরও পড়ুন: এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
তিনি আরও লিখেছেন, ‘সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনোদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালবাসা রইল।’
উল্লেখ্য, ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন পরীমণি। পরে ঢাকায় নানার সঙ্গেই থাকতেন এ নায়িকা।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
১১ মাস আগে
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনীসহ নিহত ৩
রাজধানীর বিমানবন্দর থেকে প্রবাসীসহ পরিবারের সদস্যদের নিয়ে দোহারে ফেরার পথে যাত্রীবাহী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে নানা- নাতনীসহ তিনজন নিহত হয়েছে । এ দুর্ঘটনায় প্রবাসী লাভলুসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলার সদর প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- আবুল কাসেম (৬৫) ও তার নাতনী ফারহানা (৮) এবং গাড়ি চালক মনির খান বিল্লাল (৫৪)।
দুর্ঘটনায় আহতরা হলেন- প্রবাসী লাভলু (৩০), লাভলুর স্ত্রী রেখা (২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫)। তারা ঢাকার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ২ জন নিহত
পুলিশ জানায়, রবিবার ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কার যোগে কুয়েত প্রবাসী মেয়ের জামাই লাভলুকে বাড়িতে আনতে যান শ্বশুর আবুল কাসেম। এসময় তার ছোট মেয়ে রেখাসহ বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে সঙ্গে নিয়ে যান।
বিমানবন্দর থেকে দোহার রাইপাড়ায় বাড়ি ফেরার পথে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসক গাড়ি চালক বিল্লালকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন
২ বছর আগে