নোবেল পদক
রেকর্ড ১০৩.৫ মিলিয়ন ডলারে রুশ সাংবাদিকের নোবেল পদক বিক্রি
ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তা জন্য নিলামে তোলা রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের নোবেল শান্তি পুরস্কার রেকর্ড ১০৩ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নোবেল পদকের ইতিহাসে নিলামে তোলা সর্বোচ্চ বিক্রির রেকর্ড এটি।
হেরিটেজ অকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামটি পরিচালনা করে। তবে প্রতিষ্ঠানটি নিলামে বিজয়ী দরদাতা কে ছিল তা প্রকাশ করেনি।
প্রায় ৩ সপ্তাহের নিলামে বিড করার পর মুরাতভ বিশ্ব শরণার্থী দিবসে (২০ জুন) এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি আশা করেছিলাম বিপুল পরিমাণে এটি বিক্রি হবে, তবে এটি এত বিশাল পরিমাণ হবে তা আশা করিনি।’
গত বছরের অক্টোবরে নোবেল পুরস্কার বিজয়ী হন দিমিত্রি মুরাতভ। তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেয়া হয়।
মুরাতভ ইতোমধ্যে নগদ পাঁচ লাখ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন।
নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
পড়ুন: ইউক্রেনের শিশুদের জন্য নিলামে রুশ সাংবাদিকের নোবেল পদক
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুতার্তে
২ বছর আগে
ইউক্রেনের শিশুদের জন্য নিলামে রুশ সাংবাদিকের নোবেল পদক
ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করতে রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তুলেছেন। নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
সোমবার রাতে দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি নিলামে তোলা হবে, যেটি তিনি ২০২১ সালের অক্টোবরে পেয়েছিলেন। তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে অবশ্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেয়া হয়।
তিনি ইতোমধ্যে ঘোষণা করেছেন নগদ পাঁচ লাখ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন। মুরাটভ বলেন,‘এটা শিশু শরণার্থীদের ভবিষ্যতের জন্য একটি সুযোগ দেয়া।’
আরও পড়ুন: আসামে বন্যায় আরও ৮ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬২
দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে দেয়া এক সাক্ষাত্কারে মুরাটভ বলেছেন, তিনি বিশেষত ইউক্রেনে সংঘাতের কারণে এতিম হওয়া শিশুদের বিষয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘আমরা তাদের ভবিষ্যত ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর কারণে চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তা যেন তাদের কাছে পৌঁছাতে কোনো বাধার সৃষ্টি না করে সে বিষয়টি লক্ষ্য রাখা জরুরি।
আরও পড়ুন: লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
২ বছর আগে