দেবদাস
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
বলিউড সুপারস্টার শাহরুখ খান শনিবার বলিউডে তার ৩০ বছর পূর্তি উপলক্ষে আসন্ন বিগ-বাজেটের সিনেমা পাঠানের নতুন লুক প্রকাশ করেছেন।
শাহরুখ তার সোশ্যাল মিডিয়া প্লার্টর্ফমে লিখেছেন, ৩০ বছর,অনেক বেশি সময় মনে হচ্ছে না। কারণ আপনাদের ভালবাসা ও হাসিমুখ অনন্ত-অসীম। এখন পাঠানের সঙ্গে সেই পথে আরও এগিয়ে যেতে হবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি পাঠানের সঙ্গে থাকুন। এটি হিন্দি, তামিল ও তেলেগুতেও মুক্তি পাচ্ছে।
বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকা হিসেবে বিবেচিত ও ‘কিং খান’ নামে পরিচিত এই অভিনেতা ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
১৯৯৫ সালের রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অভিনয় করার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ব্লকবাস্টার সিনেমা।
তার অন্যান্য ব্লকবাস্টার সিনেমার মধ্যে রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮)। তবে ২০০২ সালে ‘দেবদাস’- ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্যও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।
৫৫ বছর বয়সী এই অভিনেতা প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
২ বছর আগে