প্লাবিত জেলা
তিন প্লাবিত জেলায় ১,৭১৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট পুনরায় চালু
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার দুই হাজার ৫২৮ টি মোবাইল নেটওয়ার্ক সাইটের মধ্যে এক হাজার ৭১৪ টি শনিবার পর্যন্ত পুনরায় চালু করা হয়েছে।
এই তিনটি জেলায় বিদ্যুতের অভাবে ১৯০টি সাইট এখনও নেটওয়ার্কের বাইরে রয়েছে। কর্তৃপক্ষ আশা করছে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত থাকা সাইটগুলো দ্রুত সচল হবে।
নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর (বাহন লিমিটেড, ফাইবার অ্যাট হোম লিমিটেড এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড) তিনটি বন্যাপ্রবণ জেলায় মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করে। এই নেটওয়ার্ক প্রদানকারীদের বেশিরভাগ লিঙ্ক পেরিফেরাল প্রসেসর (এলপিপি)বর্তমানে সক্রিয়।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১০৫টি আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। উক্ত এলাকায় বর্তমানে আইএসপি অপারেটরদের ৩৭৫টি পয়েন্ট অফ প্রেজেন্স আছে।যার মধ্যে বিদ্যুতের তীব্র ঘাটতির কারণে ৩৪ টি বন্ধ আছে।
আরও পড়ুন: স্কুল থেকে বন্যার পানি নেমে গেলেই এসএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে
২ বছর আগে