ইস্ট লন্ডন
দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে অন্তত ২০ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাবে রবিবার ভোরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
তবে এ যুবকদের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তারা শীতকালীন স্কুল পরীক্ষার সমাপ্তি উদযাপন করতে পার্টিতে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদপত্র ডেইলি ডিসপ্যাচ জানিয়েছে, আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন ছাড়াই মৃতদেহগুলো টেবিল ও চেয়ারে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা বলেন, ‘এই মুহূর্তে আমরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারছি না।’
আরও পড়ুন: স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশ; নিহত বেড়ে ২৩
তিনি বলেন, ‘আমরা মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করতে যাচ্ছি। নিহতদের রাষ্ট্রীয় মর্গে নিয়ে যাওয়া হয়েছে।’
পুলিশ মিনিস্টার ভেকি সেল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: নরওয়েতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, আহত এক ডজনের বেশি
ক্লাবের মালিক সিয়াখাঙ্গেলা এনদেভু স্থানীয় ব্রডকাস্টার ইএনসিএকে বলেছেন, রবিবার সকালে তাকে ঘটনাস্থলে ডাকা হয়।
তিনি বলেন, ‘আসলে কী ঘটেছিল সে সম্পর্কে আমি এখনো অনিশ্চিত। তবে সকালে যখন আমাকে ডাকা হয়েছিল তখন আমাকে জানানো হয় জায়গাটি অতিরিক্ত পূর্ণ ছিল এবং কিছু লোক জোর করে টাভেরনে প্রবেশ করার চেষ্টা করছে।’
২ বছর আগে