সান আন্তোনি
সান আন্তোনিতে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার
দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর একটি প্রত্যন্ত রাস্তায় সোমবার সন্দেহভাজন অভিবাসী সম্বলিত একটি ট্রাক্টর-ট্রেলার থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আরও ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সোমবার পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস জানিয়েছেন সন্ধ্যা ৬ টার দিকে একজন নগর কর্মী প্রথম এ সংবাদ পেয়েছিলেন।
পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস জানান, ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার প্রচেষ্টার অংশ ছিল। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তবে তারা মানব পাচারের সঙ্গে পুরোপুরি যুক্ত কিনা তা স্পষ্ট নয়।
ফায়ার চিফ চার্লস হুড বলেছেন, তাপজনিত অসুস্থতায় হাসপাতালে নেয়া ১৬ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু। ধারণা করা হচ্ছে ট্রেলারে প্রচুর গরম এবং পানি না থাকায় তারা ডিহাইড্রেটেড ছিল।
আরও পড়ুন: ইউক্রেনে শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই, স্ট্যান্ড ধসে নিহত ৪
২ বছর আগে