কলেজ শিক্ষক হত্যা
জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবির কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আসাদুল, মজিবর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, আনিছুর, কালাম, খায়রুল, বাবু, সোহেল, মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল।
দণ্ডপ্রাপ্ত মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল ছাড়া বাকিরা পলাতক।
আরও পড়ুন: নাটোরে হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পাইকরদরিয়া গ্রামে বিভিন্ন স্টক ব্যবসাও করতেন।
২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কাঁকড়া সেতুর কাছে হামলার শিকার হন। ব্যবসার টাকা ছিনতাই করতে গলায় রশি পেঁচিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করা হয়। পরে লাশ নদীতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরের দিন এ ঘটনায় নিহতের বড়ভাই আবু বক্কর পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।আরও পড়ুন: পঞ্চগড়ে মেয়েকে ধর্ষণ, বাবার আমৃত্যু কারাদণ্ড
৪ মাস আগে
কলেজ শিক্ষক হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম জিতু ঢাকার সাভারের আশুলিয়া উপজেলার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ব্যাটালিয়নের একটি অপারেশনাল টিম সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে জিতুকে গ্রেপ্তার করে।
এর আগে মঙ্গলবার রাতে জিতুর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ জুন) ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে গুরুতর জখম হওয়া কলেজ শিক্ষক উৎপল কুমার রবিবার (২৬ জুন) দিবাগত রাতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
নিহত ৩৫ বছর বয়সী শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি প্রায় ১০ বছর আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামির বাবা গ্রেপ্তার
সাভারে ছাত্রদের ক্রিকেট স্টাম্পের আঘাতে কলেজ শিক্ষকের মৃত্যু
২ বছর আগে