বিজনেস স্টাডিজ অনুষদ
ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ২০২১-২০২২ সেশনের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন৷
মোট ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থীর মধ্যে চার ২৮৯ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তবে মোট ৯৩০টি আসনের বিপরীতে তালিকার শীর্ষ এক হাজার ১০০ জন শিক্ষার্থীকে বিষয় পছন্দের ফরম পূরণ করার অনুমতি দেয়া হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর-এর মাধ্যমে https ://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
ফলাফলের জন্য DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।
শিক্ষার্থীদের অনলাইনে 'সাবজেক্ট চয়েস ফর্ম' পূরণ করতে হবে এবং ৬ জুলাই বিকাল ৩টা থেকে ২১ জুলাই বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যবসা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পড়ুন: সুনামগঞ্জে আটকা পড়া ২১ ঢাবি শিক্ষার্থীসহ উদ্ধার প্রায় ১০০
২ বছর আগে