ঠিকাদার ব্যবসায়ী
প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ঠিকাদার ব্যবসায়ী।
দগ্ধ ব্যবসায়ী কাজী আনিস (৪৫) কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন।
উদ্ধারকারী স্বদেশ বিচিত্রা'র রিপোর্টার জানান, বিকাল আনুমানিক ৫ টার সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
তিনি বলেন, নিয়ে আসার সময় কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন, তিনি হেনোলাক্স কোম্পানি কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছেন না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোন লাভ হয়নি। সোমবার গায়ে আগুন দিয়েছেন।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
চিকিৎসকের বরাদ দিয়ে তিনি জানান, তার শরীরের মুখ মন্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ অর্থাৎ ৮৫% দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: রাজধানীতে গায়ে আগুন দেয়া চিকিৎসকের মৃত্যু
রান্নার চুলা থেকে গায়ে আগুন, দগ্ধ নারীর মৃত্যু
২ বছর আগে