দায়বদ্ধতা
এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই: আমানউল্লাহ আমান
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এই সরকার ভোট চোর সরকার। এই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই, কারণ সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নি।
তিনি বলেন, এবার এমনটা হতে দেয়া হবে না। তত্ত্বাধায়ক সরকারের অধীনেই এবার নির্বাচন হবে।
আরও পড়ুন: নতুন ৩০টি বই প্রকাশ করল স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে করা পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু এখন মানুষ ভোট দিতে পারে না। মানবাধিকার ও গণতন্ত্র নেই।
আমান বলেন, শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পেছনে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন।
তিনি বলেন, ২০১৪ সালে ভোট সেন্টারে কুকুর ঘুমিয়েছিল। এই সরকার অনির্বাচিত সরকার, ভোট ডাকাতির সরকার, অবৈধ সরকার। তাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেয়া যাবে না।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এই পদযাত্রায় অংশগ্রহণ করে।
পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির উপদেষ্টা আমানুল্লাহ আমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান এবং সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহ আরও অনেকে।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলী
১ বছর আগে