অর্জুনপুর
কয়রায় ভুয়া ডাক্তার গ্রেপ্তার
খুলনার কয়রা থেকে মোবারক হোসাইন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে খুলনা জেলার কয়রা থানার অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি র্দীঘদিন যাবৎ ডাক্তার না হয়েও ডাক্তার পদবী বহন করে ভুল চিকিৎসা প্রদান করে আসছে এবং প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ ওই সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬ এর অভিযানিক দলটি এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীর লাশ উদ্ধার, কাউন্সিলর পুত্র গ্রেপ্তার
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল কয়রা উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে। এসময় ভুয়া ডিগ্রী সম্বলিত খালি চিকিৎসাপত্রসহ চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আরও পড়ুন:খুলনায় মাদকসহ ৪ পুলিশ গ্রেপ্তার
এতে বলা হয়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিরসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে সে ভুয়া ডাক্তার হিসেবে দণ্ডিত হয়েছে।
২ বছর আগে