বুধবার
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নছিমন, ৩ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি নছিমন। এ সময় নছিমনটিকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি।
বুধবার(২৯ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নছিমন চালকসহ দুই যাত্রী। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় বা খোঁজ পাওয়া যায়নি। এ দুঘর্টনার পর প্রায় তিন ঘন্টা আটকা পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
আরও পড়ুন: বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত ৮টা ২০ মিনিটের দিকে বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় একটি নছিমনকে ধাক্কা দেয় এবং দুর্ঘটনার শিকার হয়। এতে যানটি ট্রেনের নিচে দুমড়ে মুচড়ে আটকে যায়। এ সময় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়। প্রায় তিন ঘন্টা আটকা পড়ে ট্রেনটি।
ট্রেনযাত্রী ও নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, রাজশাহী থেকে ছাড়ার পরই গতি কম থাকায় নির্ধারিত সময় ঠিক ছিল না। বোয়ালমারী স্টেশন থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি নছিমন রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।
বোয়ালমারী রেলস্টেশনের বুকিং ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে বোয়ালমারীর সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে একটি নছিমনকে ধাক্কা দেয় এবং দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় প্রায় তিন ঘন্টা আটকে পড়ে ট্রেনটি। রাত ১১ টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী স্টেশন থেকে ট্রেনটি গোবরার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ঢাকার বাতাসের মানে উন্নতি নেই, বুধবার সকালেও 'অস্বাস্থ্যকর'
ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। বুধবার সকাল ৯টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান সপ্তম।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
থাইল্যান্ডের চিয়াং মাই, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ২৫৩, ২২৭ ও ২১৪ একিউআই স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন এলাকার ধুলো।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) অনুসারে, বিশ্বে প্রতি বছর বায়ু দূষণে আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুর হার বৃদ্ধির কারণ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার সকালে ঢাকা তৃতীয়
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ফেনীতে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: একিউআই: বুধবার সকালে ঢাকার বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'
বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাস এখনও 'অস্বাস্থ্যকর'
একিউআই: বুধবার সকালে ঢাকার বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'
ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'। বুধবার সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ২৪ তম স্থানে রয়েছে।
চীনের বেইজিং, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে একিউআই ২৩৪, ১৮৩ ও ১৬৮ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান ‘মধ্যম’, বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭ তম
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
আরও পড়ুন: বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাস এখনও 'অস্বাস্থ্যকর'
গুলিস্তান বিস্ফোরণ: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে
ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরিত ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ারফাইটিং ইউনিট। বুধবার সকাল থেকে এই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ শুরু করলেও এখনও কাউকে উদ্ধার করা যায়নি।
এদিকে, গুলিস্তানের পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭
গতকাল রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ৫ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়।
শাহজাহান সিকদার জানান, বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে কর্তৃপক্ষ ১৭ জনের লাশ হস্তান্তর করেছে।
নিহত ১৭ জন হলেন- সুরিটোলার মোমিনের ছেলে সুমন(২১)। যাত্রাবাড়ীর মোশাররফ হোসেনের ছেলে মুনসুর হোসেন(৪০); বরিশালের দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা(৩৫); বংশালের হোসেন আলীর ছেলে মো. ইসমাইল(৪২), দক্ষিণ কেরানীগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত(১৮), চাঁদপুরের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩), কিশোরগঞ্জের হাসেম মিয়ার ছেলে হৃদয় মিয়া(১৮); যাত্রাবাড়ীর কালা চান মীরের ছেলে ইদ্রিস মীর(৫০); চকবাজারের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম (৩৮), মমিনুল ইসলামের স্ত্রী নদি বেগম (৩৪), মুন্সীগঞ্জের জমির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন(৫০), বংশালের ইউনুস হোসেনের ছেলে নাজমুল হোসেন(২০), মানিকগঞ্জের সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান (৫৫), মুন্সীগঞ্জের মোজাম্মেল হকের ছেলে আবু জাফর সিদ্দিক(৩৪), বংশালের আনোয়ারুল ইসলামের স্ত্রী আকুতি বেগম(৭০); যাত্রাবাড়ীর মোহাম্মদ ভূইয়ার ছেলে নুরুল ইসলাম ভূইয়া(৫৫), কেরানীগঞ্জের দুলালের ছেলে আব্দুল হাকিম সিয়াম(১৮)।
এদিকে হাসপাতাল সূত্রে স্বজনদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর থেকে ৩ থেকে ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।
আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১ জন।
গুলিস্তান বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৫, আহত ৬০ জনের বেশি
আন্তঃনগর রেলসেবায় নতুন টিকিটিং ব্যবস্থা চালু
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল তা থেকে বের হওয়ার জন্য ‘টিকিট যার, ভ্রমণ তার’ কার্যক্রম আমরা শুরু করেছি যা আজ (বুধবার) থেকে কার্যকর হচ্ছে।
রেলমন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘টিকিট যার, ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ও স্মার্ট রেলওয়ে গঠনের অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থার চালু করা ও টিকিট চেকিং ব্যবস্থায় পস মেশিন হস্তান্তর উপলক্ষে এসব কথা বলেন।
রেলমন্ত্রী এ সময় বলেন, ‘যাত্রীরা যাতে আরও বেশি সুযোগ-সুবিধা পেতে পারে এবং কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে সেটি করার জন্যই আমরা টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।’
আরও পড়ুন: যাত্রী সেবা বৃদ্ধি করাই রেলসেবা সপ্তাহ পালনের মূল লক্ষ্য: মন্ত্রী
তিনি বলেন যে এটিই শেষ নয়, প্রয়োজনে আমরা আরও সংস্কার করবো যাত্রীসহ সকলের মতামত নিয়ে।
তিনি উল্লেখ করেন, মূল বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট ক্রয় করা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে। আমরা অনলাইনে ৫০ শতাংশ এবং কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি করে থাকি।
মন্ত্রী এ সময় আরও উল্লেখ করেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। টিটিইদের বিরুদ্ধে এতদিন যে অভিযোগ ছিল টাকা সরকারি খাতে জমা না দেয়ার সেটাও এর মাধ্যমে বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘আজ আমরা একসঙ্গে একশ’ পস মেশিন হস্তান্তর করেছি এবং যারা এগুলো চালাবেন তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে।’
এছাড়া আরও একটি সুবিধা আজ থেকে কার্যকর হচ্ছে- অনলাইনে টিকিট বাতিলের জন্য আর কাউন্টারে যেতে হবে না। আজ থেকে অনলাইনেই টিকিট বাতিল করা যাবে।
মন্ত্রী জানান তিনি কাউন্টার পরিদর্শন করলে যাত্রীদের মধ্যে এ বিষয়ে স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছেন।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আমরা যাত্রীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়াতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এনআইডির তথ্য পাচারের কোনো সুযোগ নেই। কারণ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছি। যতটুকু দরকার ততটুকু তথ্যই আমরা নেব এবং মূল সার্ভারের সঙ্গে তথ্যগুলো যুক্ত থাকবে।
পরে মন্ত্রী ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সঙ্গে এ বিষয়টা নিয়ে মতবিনিময় করেন।
এ পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু
ময়মনসিংহে ধানখেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
ময়মনসিংহ সদরের একটি ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মৌসুমী আক্তার (২৫) মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন নারায়নগঞ্জে কর্মরত আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার, ৫ সঙ্গীকে জিজ্ঞাসাবাদ
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন জানান, বুধবার সকালে শফিকুল ইসলামের ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফারুক হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার
মেট্রোরেল: যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মিরপুর-১০ স্টেশন
ব্যস্ততম এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হলো আজ (বুধবার)। এর মধ্য দিয়ে মেট্রোরেলের পাঁচটি স্টেশন সচল হলো। মেট্রোরেল কতৃপক্ষ ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। প্রথম দিনই চালু হয় উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন দু’টি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এরপর একে একে আরও দুটি স্টেশন চালু হয়। এর মধ্যে গত ২৫ জানুয়ারি পল্লবী স্টেশন ও গত ১৮ ফেব্রুয়ারি চালু হয় উত্তরা সেন্টার স্টেশন। এবার পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন।
আরও পড়ুন: জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল
উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এর মধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি।
উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশনের মধ্যে রয়েছে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।
আরও পড়ুন: মেট্রোরেল: চালু হচ্ছে আরও দুটি স্টেশন
চাঁদপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদরে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ সময় একজন আহত হন। চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
বুধবার ভোরে উপজেলার ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের হাবিবুর রহমান (২৫), চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকার মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও সদরের বিষ্ণুপুর গ্রামের মাহাবুব প্রধানীয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ঘটনাস্থলে দাঁড়ানো থাকা একটি ট্রাকের পাশ দিয়ে যাবার সময় বিপরীত থেকে আসা বোগদাদ কোম্পানির বাসটি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ৯টার দিকে থানায় আনা হয় এবং সিএনজি ও বাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় আহত একজনকে সরকারি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩
টেক্সাসের এল পাসো’র পুলিশ বলেছে, বুধবার একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
এল পাসো পুলিশের মুখপাত্র সার্জেন্ট রবার্ট গোমেজ জানান, একজনকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান করার ক্ষেত্রে বর্তমান সময় খুব তাড়াতাড়ি। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি।’
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
গোমেজ বলেন, পুলিশ বিশ্বাস করে যে ঘটনাস্থল নিরাপদ এবং কর্মকর্তারা এটি যাচাই করার জন্য পুরো শপিংমলটি ঘুরে দেখছেন।
কর্তৃপক্ষ নিকটবর্তী একটি উচ্চ বিদ্যালয়ে একত্র হওয়ার জন্য কেন্দ্র স্থাপন করেছে।
এর আগে পুলিশ জানায়, শপিংমলের ফুড কোর্টে গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষ উৎসবের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১০