ঈদ-উল-আজহা
করোনার ঊর্ধ্বগতি: কমলাপুর রেলস্টেশনে সামাজিক দূরত্ব লঙ্ঘনের মহোৎসব
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঈদ-উল-আজহার আগে ট্রেনের টিকিট কাটতে প্রতিদিন কয়েক হাজার মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছে। এর ফলে সামাজিক দূরত্ব বজায় থাকছে না।
ঈদের আর মাত্র চার দিন বাকি থাকায় মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে মাস্ক ছাড়া লোকজনকে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আগামী ১০ জুলাই দেশে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হওয়ায় ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
টিকিটের জন্য যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় সামাজিক দুরত্বের বালাই থাকছে না। এ সময় প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে, কখন তারা তাদের কাঙ্ক্ষিত টিকিট পাবে!
আরও পড়ুন: ৪ মাস পর করোনায় সর্বোচ্চ মৃত্যু
২ বছর আগে