রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জসিম (৪৭) বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৫
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘দুপুরে ট্যাংক ফার্ম এলাকা থেকে আমাদের একটি ক্রেন বের হওয়ার সময় জসিম ক্রেনের উপর ছিলেন।’
তিনি আরও বলেন, ‘ক্রেন চলন্ত অবস্থায় হঠাৎ তিনি চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
জসিম ইস্টার্ন রিফাইনারিতে অস্থায়ী শ্রমিক ছিলেন।
এ ঘটনা তদন্তে ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল) আমীর মাসুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: টেকনাফে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ৩
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘নিহত জসিম দৈনিক মজুরিতে কাজ করতেন। তিনি অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
১ বছর আগে
বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁই
সরকারি তথ্য অনুযায়ী, ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর ১৪ শতাংশ বেড়ে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা আদায় হয়েছে।
দেশের রপ্তানি ও আমদানির পরিমাণ বৃদ্ধির ফলে এটি সম্ভব হয়েছে।
বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় ১৪ শতাংশ বাড়লেও তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এনবিআর। তবে আগের অর্থবছর ২১ সালের চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে সংস্থাটি।
বিদায়ী অর্থবছরে এনবিআর আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক থেকে তিন লাখ ১০ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যের বিপরীতে প্রায় দুই লাখ ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
দেশের সবচেয়ে বড় শুল্ক–কর আদায়কারী সংস্থা চট্টগ্রাম কাস্টমস হাউস গত অর্থ বছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা আদায় করেছে। এছাড়া আরেকটি বড় কাস্টমস হাউস বেনাপোল বিদায়ী অর্থবছরে ৪ হাজার ৫৯৯ কোটি টাকা আদায় করেছে।
সর্বোচ্চ ভ্যাট আদায় করেছে লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট (এলটিইউ)। সংস্থাটি ৫০ হাজার কোটি টাকা এবং এলটিইউ (আয়কর) বিভাগ প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় করেছে।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসায়ীরা ১৫ জুলাইয়ের মধ্যে প্রায় ২০ হাজার কোটি থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার ভ্যাট রিটার্ন জমা দেবেন।
এছাড়া বেশ কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকার কর পাওনা আছে এনবিআরেরর শুল্ক বিভাগের।
রাজস্ব কর্মকর্তারা আশা করছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে বকেয়া করের একাংশ পাওয়া গেলে রাজস্ব আদায় প্রথমবারের মতো তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
পড়ুন: এ বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে পারে এনবিআর
ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার ইএফডি বসাবে এনবিআর
২ বছর আগে