ধর্মবিষয়ক মন্ত্রণালয়
হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার
একজন হজযাত্রী তাদের পুরো সৌদি আরব ভ্রমণের জন্য এক হাজার ২০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারবেন এবং এই পরিমাণ অর্থ হজের জন্য তাদের মোট ব্যয় থেকে পৃথক বিবেচিত হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
গত বছর হজযাত্রার জন্য একই পরিমাণ বৈদেশিক মুদ্রার অনুমতি দেওয়া হয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও বৈদেশিক মুদ্রায় এক হাজার ২০০ ডলার বা তার সমতুল্য অর্থ নিতে পারবেন। তবে ভ্রমণ কোটা হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: হজের সাড়ে ৩ হাজার কোটা ফেরত যাবে: ধর্ম প্রতিমন্ত্রী
বিশেষ অনুরোধে ১ দিনের জন্য হজ রেজিস্ট্রেশন সার্ভার খুলেছে সরকার
১ বছর আগে
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ সরকারের
চলতি বছর প্রত্যেক হজযাত্রীর বিপরীতে প্রায় দুই লাখ টাকা ভাড়া নির্ধারণ নিয়ে ব্যাপক সমালোচনার পর বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রণালয় প্রতি হজযাত্রীর জন্য বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করার পর অনলাইনে ও অফলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
ভাড়া বেশি থাকায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হয়নি।
আরও পড়ুন: হজের খরচ কমানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়
মঙ্গলবার ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর সুপারিশ করা হয়।
অন্যদিকে হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।
গত ১৫ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন হজে নিবন্ধন করেন। নিবন্ধনের জন্য এখনও ২৫ হাজার ৪৮০টি কোটা খালি রয়েছে।
আরও পড়ুন: এত টাকা লাগলে সাধারণ মানুষ কীভাবে হজে যাবে: প্রশ্ন হাইকোর্টের
১ বছর আগে
স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা উদযাপনের আহ্বান মন্ত্রণালয়ের
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঈদুল আযহা উদযাপন এবং ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের বিষয়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনও ধরনের আলোকসজ্জা করা যাবে না।
প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অযু করে ঈদগাহে এবং মসজিদে আসতে বলা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে ঈদগাহ ও মসজিদে অযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাতে অংশ নেয়ার সময় প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে এবং ঈদগাহ বা মসজিদে রাখা টুপি বা জায়নামাজ ব্যবহার করতে পারবে না।
এতে বলা হয়, ঈদের নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অবশ্যই এক সারি খালি রেখে নামাজের জন্য দাঁড়াতে হবে।
মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদেরকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে করতে খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া ঈদের দিন পশু কোরবানির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতেও জনগণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
পড়ুন: বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত
ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু
ঈদ: লঞ্চে মোটরসাইকেল ১০ দিনের জন্য নিষিদ্ধ
২ বছর আগে