রাণীনগর
রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার
নওগাঁর রাণীনগরে মাটির ভেতর থেকে ১৪ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে রাণীনগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর থেকে মাটি খনন করে রাতোয়াল বাজারে একটি জায়গা ভরাট করে। রবিবার সকালে ভরাট করা ওই জায়গার মাটি সমতল করার সময় মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
৫ মাস আগে
রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক চা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ভারতে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ: নারীর প্রতি যৌন সহিংসতা রোধে দেশজুড়ে বিক্ষোভ
জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, জালাল শেখ একই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী স্কুলছাত্রীকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভন ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। গত সোমবার ওই স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এ সময় জালাল সেখানে গিয়ে ওই স্কুলছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারে।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন ধরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত জালাল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চা ব্যবসায়ী জালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের সনদ বাতিল
খুলনায় তরুণীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
৭ মাস আগে
আত্মসমর্পণ করে কারাগারে বিএনপির ৭ নেতা-কর্মী
নওগাঁর রাণীনগর উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মী।
তারা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
বিএনপির সাত নেতা-কর্মীরা হলেন- রাণীনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান, মোশাররফ হোসেন ও ফরহাদ আলী মন্ডল, উপজেলা বিএনপির সদস্য নয়ন খান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাস আলী মন্ডল।
আসামিদের আইনজীবী সাব্বির হোসেন বলেন, আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীকালে আবার জামিন চাইব।
আরও পড়ুন: বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ
যৌন হয়রানির মামলায় ভিকারুননিসার শিক্ষক কারাগারে
৭ মাস আগে
রাণীনগরে গাছে ঝুলছিল লাশ, উদ্ধার করল পুলিশ
নওগাঁর রাণীনগরে নয়ন পাল নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নয়ন পাল ওই এলাকার মৃত নিধুবন পালের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নয়ন পাল বেশ কিছুদিন থেকে বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন। তিনি প্রতিদিনের মতো সকলের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাতের কোনো এক সময় তিনি বাইরে যান। সকালে এলাকাবাসী দেখতে পান নয়ন একটি গাছে ঝুলে আছেন নয়ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
শোনা যাচ্ছে, নয়ন মানসিক রোগে ভুগছিলেন। তারপরও তার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে।
এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
৮ মাস আগে
নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
নওগাঁর রাণীনগরের বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো- সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩)। তারা উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ এলাকার লাভলু ফকিরের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ ছাত্রীর মৃত্যু
লাভলু ফকিরের দুই পুত্র সন্তান ছাড়া আর কোন সন্তান নেই।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুই ভাই নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
পরে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগে মৃত্যুর কারনে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ওই পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণলয়ের জিআর ফান্ড থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার টাকা করে (জনপ্রতি) আর্থিক সহায়তা করা হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে
রাণীনগরে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর রাণীনগরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নিহত শিশু আলিফ মন্ডল (৩) রাণীনগর উপজেলার রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামের আবু রায়হান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু আলিফ মন্ডল শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খোলাধুলা করছিল। খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় তার মা আলিফকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বিকালে বাড়ির পাশে পুকুরের পানিতে আলিফের লাশ ভাসতে দেখতে পায়।
এ সময় তার মা পুকুর থেকে শিশু আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
রাণীনগরে পাঁচ লাখ টাকার চোরাই মালামাল জব্দ, গ্রেপ্তার ৫
নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার চোরাই মালামাল জব্দের কথা জানা যায়। শুক্রবার বিকালে রাণীনগর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলো- জেলার মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু ইসলাম (২৩), পারসিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুর রহমান রনি (২৫), পশ্চিম দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে অপু (২৮), আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ ওরয়ে মন্টু (৩২) এবং হাটকালুপাড়া গ্রামের আনোয়ারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাণীনগর সদরের হাসপাতাল গেট এলাকায় হানিফ মোবাইল শোরুমে কেচি গেট ও সাটারের তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ওই দোকান থেকে প্রায় আট লাখ টাকার নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি এলাকায় চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
তিনি আরও জানান, দু’দিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ ও চোরাই মোটরসাইকেল এবং নতুন মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একাধিক মামলার আসামি।
তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের করে রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ পুলিশ বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বিএনপি নেতা কামাল হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার
১ বছর আগে
রাণীনগরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে পৃথক ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ধোপাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের এবং দুপুরে মালশন গ্রামে জমির ডোবার পানিতে পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকালে পোয়াতাপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিদ্যুৎপৃষ্টে নিহত যুবকের নাম রনি হোসেন (২৮)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের খলিল রহমানের ছেলে। আর পানিতে পড়ে নিহত শিশুরা হলেন-মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সী মেয়ে আমেনা খাতুন এবং পোয়াতাপাড়া গ্রামের সবুজ প্রামাণিকের পাঁচ বছর বয়সী মেয়ে সুমি খাতুন।
আরও পড়ুন: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকাল ৭টার দিকে যুবক রনি বাড়ির একটি কক্ষে বিদ্যুতের নষ্ট তার ঠিক করছিলেন। এ সময় বিদ্যুত তারের স্পর্শে সে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
এদিন দুপুরে মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সী মেয়ে আমেনা খাতুনকে নিয়ে তার এক চাচাতো বোন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই বোন বাড়ির ভিতরে গেলে শিশু আমেনা হামাগুড়ি দিতে দিতে জমির ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে শনিবার বিকালে শিশু সুমি ও তার এক চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধূলা করছিলেন। এ সময় শিশু সুমি খেলনাপাতি ও হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
পৃথক তিনটি দুর্ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
২ বছর আগে
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
নওগাঁ রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম (৪০) রাণীনগর উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসাবে রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঈদের দিন বিকালে শাহিন আলম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর থেকে বোনের বাড়িতে বান্দাইখাড়ায় কোরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন। পথে কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাই দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল শাহিন আলমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়।
এ সময় স্থানীয় লোকজন, রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শাহিন আলমকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তার স্ত্রী শিপন বেগমকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে নওগাঁ সদর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।
পড়ুন: চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে সড়ক দর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
২ বছর আগে