প্রীতিভোজ
ঈদে শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের প্রীতিভোজ আয়োজন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই প্রীতিভোজের আয়োজন করা হয়।
ঈদের ছুটিতে হলে অবস্থানরত ইসলাম ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য এই প্রীতিভোজের আয়োজন। প্রীতিভোজে শাবিপ্রবির ৫টি আবাসিক হলের অন্তর্গত শিক্ষার্থীসহ প্রায় ২০০ জনের খাবারের আয়োজন করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থীসহ হলের বিভিন্ন স্টাফ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অমিত সাহা বলেন, বাড়ি ছেড়ে ক্যাম্পাসে আমার প্রথম ঈদ উদযাপন। পবিত্র ঈদের দিনে প্রশাসনের এতো সুন্দর একটা আয়োজন আমাদের জন্য আনন্দঘন ছিল। এছাড়াও শিক্ষকদের আমাদের প্রতি আন্তরিকতায় মনে হয় নাই যেন পরিবারের বাইরে ঈদ কাটানো হচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই শাবিপ্রবি প্রশাসনকে যে এতো সুন্দর একটা আয়োজন এর জন্য।
প্রথম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল নাঈম নিশাত জানান, পবিত্র ঈদুল আযহায় বিভিন্ন কারণে অনেকেই আমরা বাড়িতে যেতে পারি নাই। অনেকের বাড়ি দূরে হওয়ায় এবং ঈদের পরপরই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো আবার শুরু হবে। ক্যাম্পাসে এই আমার প্রথম ঈদ। আমরা যারা বাড়িতে যেতে পারিনি তাদের মন খারাপ থাকা স্বাভাবিক। কিন্তু এই মন খারাপের মাঝেই যাতে আমাদের একটু হলেও ভালো লাগে এর জন্য কর্তৃপক্ষ আমাদের পাঁচ হলের শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করেন যা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়। আমরা সবাই মিলে ঈদের দিনে একসাথে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া তে খাওয়া দাওয়া করি। ধন্যবাদ শাবিপ্রবি প্রশাসনকে এতো সুন্দর একটা আয়োজনের মাধ্যমে আমাদের মাঝে একটু হলেও ঈদের পারিবারিক আনন্দ এনে দেয়ার জন্য।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের আগেই আমরা প্রতিটি হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সাথে মিটিং করি। ঈদের ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে এই বিষয়টি মাথায় রেখেই শিক্ষার্থীদের জন্য এই প্রীতিভোজের আয়োজন। শিক্ষার্থীরা বিভিন্ন কারণে তাদের বাড়িতে যেতে পারেনাই এই ঈদের ছুটিতে। ক্যাম্পাসে এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পারিবারিক ঈদ আনন্দ ভাগ করে নেয়ার সকলের সুযোগ হয়েছে। শিক্ষার্থীরা সতঃস্ফূর্ত ও আনন্দের সাথে এই ঈদ আনন্দ উপভোগ করেছে।
পড়ুন: মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ঈদুল আজহার উপহার
যাত্রাপথে ভোগান্তিতে ঈদে ঘরে ফেরা মানুষের আনন্দ নেই: বিএনপি
২ বছর আগে