দৌড় প্রতিযোগিতা
স্পেনে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় ৩ জন নিহত
স্পেনের পামপ্লোনার সান ফার্মিন ফেস্টিভ্যালে সোমবার এক ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নাভারার আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক সরকার জানিয়েছে, আমেরিকা ফ্লোরিডার সানরাইজের ২৫ বছর বয়সী একজন রানার ষাঁড়ের গুঁতা খেয়ে মারা গেছেন। নিহত অন্য দু'জন স্পেনের নাগরিক।
এছাড়া অন্য তিন স্প্যানিশ দৌড়বিদ দৌড়ের সময় পড়ে গিয়ে আহত হওয়ায় তাদের চিকিত্সা করা হয়েছে।
টেলিভিশনের ছবিতে দেখা গেছে একটি ষাঁড় বারবার একজন রানারকে মাঠের রিংয়ের কিনারার কাঠের হাতলের দিকে ছুঁড়ে মারছে।
২০১৯ সালে ষাঁড়ের দৌড় খেলায় আটজন মারা গিয়েছিলেন। কোভিড-১৯ মহামারির কারণে দুই বছরের বিরতির আগে এটি ছিল শেষ আয়োজন। ১৯১০ সাল থেকে প্যামপ্লোনার ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় মোট ১৬ জন মারা গেছেন।
আরও পড়ুন: ভারত ও আশেপাশের অঞ্চলে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ধরন
নতুন সরকার গঠনে শ্রীলঙ্কায় বিরোধী দলগুলোর বৈঠক
২ বছর আগে