জুয়া
অনলাইন জুয়ায় জড়িত ৫০ লাখ মানুষ: পলক
অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনলাইন জুয়ার সঙ্গে দেশের ৫০ লাখ মানুষ জড়িত বলেও জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সোমবার (২৪ জুন) সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ৩ বছরেই সফল ইউনিকর্ন স্টার্টআপ নগদ: প্রতিমন্ত্রী পলক
অনলাইন জুয়ার মাধ্যমে টাকা পাচার হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, 'অনলাইন জুয়া নিয়ে আমরা মত বিনিময় করেছি। এটাতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এমনকি অনেক বয়স্ক ও অবসরপ্রাপ্তও এর মধ্যে আসছেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।'
তিনি বলেন, 'আমরা অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করার চেষ্টা করছি। পাশাপাশি একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। আমাদের দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়। একটা সচেতনতা আর একটা প্রযুক্তিগত প্রয়োগ, পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ।'
প্রতিমন্ত্রী বলেন, 'আমরা মোট ২ হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করেছি। এখন আমরা মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করছি। এটা চলমান প্রক্রিয়া।'
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পলক বলেন, 'সেটা নিয়ে আমরা যৌথভাবে বসে ছিলাম ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি ও সাইবার সিকিউরিটি এজেন্সি- সবাইকে নিয়ে। যার যতটুকু সক্ষমতা আছে পুলিশ ও ইন্টেলিজেন্স, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ড্রাইভ দিচ্ছি।'
প্রতিমন্ত্রী আরও বলেন, 'আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা অবিরাম এটা আমরা ব্লক করতে থাকব। মিডিয়াসহ বিভিন্ন সোর্সে আমরা যেটা পাচ্ছি, সেটা ব্লক করার চেষ্টা করছি।'
আরও পড়ুন: ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে সমতার বিশ্ব গড়ে তোলা সম্ভব: প্রতিমন্ত্রী পলক
১৫ বছরে চলনবিল অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: পলক
৪ মাস আগে
জুয়া খেলার জন্য বকাঝকা করায় খালা রোকশানাকে হত্যা করেছে নিশাত: পুলিশ
অনলাইনে জুয়া খেলার জন্য বকাঝকা করায় কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকশানা খানমকে তার ভাগ্নে নওরোজ কবির নিশাত হত্যা করেছে। নিশাত এই হত্যার দায় স্বীকার করেছে বলে মঙ্গলবার কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানিয়েছেন।
নিশাত (২০) মৃত একেএম নুর-ই-আসলামের ছেলে।
জানা যায়, নিহত রোকসানার স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সোমবার রাতে রোকশানার ভাগ্নেকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।
পুলিশ সুপার জানান, অভিযুক্ত নওরোজ পুলিশকে জানান রোকসানার মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলায় তিনি তার ভাই ও মায়ের সঙ্গে থাকেন। সন্তান না থাকায় রোকসানা তার ফ্ল্যাটে তাদের আশ্রয় দেন।
তিনি আরও বলেন, তার খালা তাকে অনলাইনে জুয়া খেলার জন্য বকাঝকা করতেন এবং একই বিষয়ে রবিবার রাতেও তাকে বকাঝকা করেন।
আরও পড়ুন: দরজা ভেঙে শিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার!
ওই পুলিশ কর্মকর্তা জানান, নওরোজ কৌশলে রোকসানার বেডরুমে অবস্থান নেয় এবং ঘুমন্ত অবস্থায় একটি ভারী পাথর দিয়ে তার মাথায় আঘাত করে।
পরে বারান্দার গ্রিল ভেঙে সে পালিয়ে যায় বলেও জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, নওরোজকে মঙ্গলবার কুষ্টিয়ার আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার হাউজিং ডি-ব্লক এলাকায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
১ বছর আগে
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন
যাত্রাবাড়ীতে এক বৃদ্ধকে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ঢাকার যাত্রাবাড়ী পাইকারি মাছের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুর রহমান যাত্রাবাড়ীর বাগিচা এলাকার থাকতেন। তবে তিনি মূলত বরিশাল জেলার বাসিন্দা।
আশরাফুরের ছেলে মেহেদী অভিযোগ করে বলেন, সোমবার বিকালে জুয়া খেলতে বাধা দেয়ায় স্থানীয় কিছু দুর্বৃত্ত আশরাফুরের ওপর হামলা চালায়। ফলে বাবা গুরুতর জখম হন।
তিনি আরও বলেন, অপরাধীরা তার বাবাকে পুলিশ ইনফর্মার ভেবেছিল।
পরে আশরাফুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আরও পড়ুন: রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নকলায় ‘প্রেমিকে’র ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন, বাবা আহত
২ বছর আগে