ফজলে নূর তাপস
বুড়িগঙ্গার আদি চ্যানেল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি মেয়রের
রাজধানীর বুড়িগঙ্গার আদি চ্যানেল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে নগরীর বুড়িগঙ্গার আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে খালের ওপর একটি ১০ তলা ভবনের অংশবিশেষ এবং অন্যান্য বহুতল ভবন, দেয়াল ও স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তাপস।
আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকে বুড়িগঙ্গা নদীর খননকাজ পুনরায় শুরু হবে: মেয়র তাপস
নবনির্মিত ১০ তলা ভবনের শিয়ার ওয়াল খালে নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘খালে শিয়ার ওয়াল নির্মাণ করা হয়েছে। খালে কোনো শিয়ার ওয়াল থাকবে না।’
অবিলম্বে দেয়াল ভেঙে ফেলার নির্দেশও দেন তিনি।
বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে ডিএসসিসি, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে যান তাপস।
২ বছর আগে