বাংলাদেশি পর্যটক
ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বাংলাদেশি পর্যটক আটক, ভারতীয় ভিসা বাতিল
ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে ও লাইভে এসে ভারতবিরোধী কথা বলায় আলমগীর শেখ নামে এক যুবককে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর শেখ (৩৪) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
আরও পড়ুন: বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা আড়াই শতাধিক পর্যটক
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর ট্যুরিস্ট ভিসায় ভারতে যান আলমগীর। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসলে তারা আলমগীরকে চিহ্নিত করে।
রবিবার সন্ধ্যায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ভিসা বাতিল করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
আলমগীর শেখ ভারতের আগ্রার তাজমহলে ঘুরতে গিয়ে ফেসবুক লাইভে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই।’
এছাড়াও লাইভে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎভারী বৃষ্টিপাতে সাজেকে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক
স্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু
১ মাস আগে
ভারত পৃথিবীর পর্যটকদের কাছে আকর্ষণীয় ঠিকানা: ভারতীয় সহকারী হাইকমিশনার
বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ ভারত উল্লেখ্য করে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বর্তমানে ভারত পৃথিবীর ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় ঠিকানায় পরিণত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর পেনিন্সুলা হোটেলে ‘ওয়েলকামস টু ইন্ডিয়া, এ ট্যুরিজম প্যারাডাইস' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
ডা. রাজীব রঞ্জন বলেন, বৈচিত্র্য যাকে বলে সেটি ভারতেই কেবল পাওয়া সম্ভব। মরুভূমি, বরফ, পাহাড়, সমুদ্র, পর্বত, বৃষ্টি সবই পাওয়া যাবে একটি মাত্র দেশে। যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না।
তিনি বলেন, শুধু তাই নয় ভারতে যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেমন তাজমহল, কুতুব মিনার, এসব দেখতে পর্যটকরা আসেন। একদিকে হিন্দুদের বিভিন্ন তীর্থক্ষেত্র, অন্যদিকে মুসলমানদের আজমীর, পাঞ্জাবে গোল্ডেন টেম্পল, বুদ্ধ গয়া, জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্মস্থান।
তিনি আরও বলেন, কী নেই ভারতে। তাই কথায় আছে যা নেই ভারতে, তা নেই পৃথিবীতে।
তিনি বলেন, ভারতে পর্যটকদের পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক যান। গত কয়েক বছর আগে বাংলাদেশ ছিল প্রথম স্থানে, যেখান থেকে সর্বোচ্চ পর্যটক ভারতে গিয়েছিল।
তিনি বলেন, শুধু তাই নয় ভারতে চিকিৎসার জন্য প্রচুর মানুষ বাংলাদেশ থেকে যান। পর্যটক ও চিকিৎসার জন্য যারা ভারতে যান তাদের সব সময় স্বাগতম জানায় ভারত সরকার। ভারত পর্যটকদের সুবিধার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। ফলে সারা পৃথিবীর মানুষের কাছে ভ্রমণের জন্য ভারত এখন স্বর্গ।
তিনি ভারত ভ্রমণ করে বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মী, ব্যবসায়ী এবং ট্যুরিজম সম্পর্কিত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ‘ভেরি স্পেশাল পার্টনার’: ভারতীয় সহকারী হাইকমিশনার
শাবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১ বছর আগে
ভারতে কাভার্ডভ্যানের চাপায় বাংলাদেশি পর্যটকের মৃত্যু
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় কাভার্ডভ্যানের চাপায় বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর নাম আশুতোষ গাইন (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।
আরও পড়ুন: মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
ভোমরা ইমিগ্রেশন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজরিহা হোসাইন জানান, ভ্রমণ শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙায় প্রাণ জুস ভর্তি কাভার্ডভ্যানের চাপায় এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
ওসি মাজরিহা আরও জানান, আশুতোষ গাইন ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় পাসপোর্টে (৮২৬২৫৯৪৪২০) ভারতে যান। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন বাংলাদেশি প্রাণ জুস রপ্তানিকারক একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
১ বছর আগে