লঞ্চঘাট
ফতুল্লা লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামক একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক নিহত হয় বলে জানা যায়।
শুক্রবার রাত আটটার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রলারচালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের পুত্র বলে জানা গেছে। নিহত মনির নিজেই ট্রলারের চালক ও মালিক।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লা মডেল থানা পুলিশ, নৌ-ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আরও পড়ুন: ভোর থেকেই নারায়ণগঞ্জের লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার কতৃপক্ষের একজন প্রিতম জানায়, দ্রুত গতিতে লঞ্চটি ফতুল্লা খেয়া ঘাটে থাকা যাত্রীদের জন্য অপেক্ষামান বেশ কয়েকটি ট্রলারকে ধাক্কা দেয়। তারা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নীচ থেকে মনির নামক একজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মনিরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিকস্থ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমন জানান, তিনি এসে জানতে পারেন যে এমভি প্রিন্স কামাল-১ নামক পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের উপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির নামক এক ব্যক্তি লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা নৌ-ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামক একজন মারা গেছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ লঞ্চের সারেংকে (কর্ণধার) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আরও পড়ুন: বিএনপি’র সমাবেশ শেষ, বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু
বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ
১ বছর আগে
রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে। চাঁদপুর ও ঢাকা, চাঁদপুর ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী নিয়মিত লঞ্চ ছাড়াও যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত লঞ্চ চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সরেজমিনে দেখা গেছে, জেলার আপট উপজেলা,লক্ষ্মীপুর, নোয়াখালী,ট্রলারে আসা শরীয়তপুরের বহু সংখ্যক যাত্রী ঘাটের পন্টুনে অবস্থান করছে। তাদেরকে নিয়ন্ত্রণে প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বিআইডাব্লিউটির কর্মকর্তারা কাজ করছে।
আরও পড়ুন: মে দিবসে পাটুরিয়া ঘাটে ভিড়
হাজীগঞ্জের থেকে আসা যাত্রী মোহাইমিনুল ইসলাম জানান, করোনার কারণে গত দুবছর ঈদে বাড়িতে আসতে পারেনি। এ বছর ঈদের আগেই বাড়িতে এসেছি। স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবা-মার সঙ্গে ঈদ কাটিয়ে এখন কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার থেকেই ঢাকাগামী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। লঞ্চঘাটে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত খুবই শান্তি শৃঙখলার মধ্যে যাত্রীরা যেতে পারছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। বিআইডাব্লিউটিএ, প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত কমিটি যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক লঞ্চ রয়েছে। যাত্রী সাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
আরও পড়ুন: পাটুয়ারিয়া ঘাটে ৩ কিলোমিটার দীর্ঘ যানজট
তিনি বলেন, শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ চাঁদপুর ঘাট ত্যাগ করেছে। নারায়নগঞ্জের উদ্দেশ্যে ১০টি ছেড়ে গেছে। মধ্যরাত পর্যন্ত লঞ্চ যাত্রা অব্যাহত থাকবে।
২ বছর আগে
ঈদযাত্রা: বরিশাল লঞ্চঘাটে যাত্রী কানায় কানায় পূর্ণ
বরিশাল লঞ্চঘাট ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ঘাট থেকে নিজেদের গন্তব্যে পাড়ি জমাচ্ছে।
ঈদের ছুটিতে কর্তৃপক্ষ বিশেষ সার্ভিস চালু করায় শুক্রবার মধ্যরাত থেকে প্রায় ২৩টি লঞ্চ বরিশাল লঞ্চঘাটে নোঙর করেছে।
টার্মিনাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রতিটি লঞ্চ ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চার হাজার যাত্রী বহন করেছে।
কর্তৃপক্ষের মতে, রাজারহাট বি লঞ্চটি প্রথমে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে রাত ১টার দিকে বরিশালে পৌঁছায়। এরপর একে একে রয়েল ক্রুজ, পূবালী ৭, ফারহান ৭, মানামী, রেড সান, পর্বত ১০, প্রিন্স আওলাদ ১০, কুয়াকাটা ২, সুন্দরবন ১১ এবং সুরভী ৮ ঘাটে পৌঁছায়।
আরও পড়ুন: ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সরাইলে মহাসড়কে পুলিশের অভিযান
২ বছর আগে
মুন্সীগঞ্জে লঞ্চঘাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র খুন, আহত ৫
মুন্সীগঞ্জের মিরকাদিমে কাঠপট্টি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলের ছেলে সম্রাট ঝলক (২২) নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- তুষার দাস, সম্পদ মিয়া, সায়েম হোসেন অপূর্ব, লিটন মিয়া ও আবু বকর সিদ্দিক। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে এবং সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ছাত্র সম্রাট ঝলক প্রতিপক্ষের ধরালো অস্ত্রের আঘাতে নিহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন দুটি বাড়িতে হামলা চালাতে গেলে পুলিশ নিয়ন্ত্রণ করে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানায়, বুধবার দুপুরে কাঠপট্টি লঞ্চঘাটের কাছে জিল্লুর গ্রুপ এবং লিটন কমিশনার গ্রুপের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জিল্লুর গ্রুপের লোকজন ধারালো অস্ত্রের আঘাতে কাউন্সিলরের ছেলে ঝলককে আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
ঝলকের বাবা কমিশনার লিটন অভিযোগ করে বলেন, আমার সামনে ওরা আমার ছেলেকে মেরে ফেললো। আমি পাশে দাঁড়ানো।
তিনি বলেন, একটা দল ঘাটে নিয়মিত চাঁদা তুলছিল। লোকজনের টাকা পয়সা রেখে দিচ্ছিল। আমি জনপ্রতিনিধি হিসেবে লোকজন আমার কাছে আসে। আজকে ঘাটে টাকা তোলার সময় আমি সেখানে যাই। আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে ছিল। আমি প্রতিবাদ করলে জিল্লুর রহমানের নেতৃত্বে কয়েকজন এসে আমি কিছু বোঝার আগেই আমার ছেলের পেটে ছুড়ি বসিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
রাজশাহীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
২ বছর আগে
চাঁদপুর লঞ্চঘাটে ফেনসিডিল জব্দ, দম্পতিসহ আটক ৩
চাঁদপুর লঞ্চঘাট থেকে বৃহস্পতিবার বিকালে দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে নৌপুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকা ডেমরার ঠুলঠিলা এলাকার দিন ইসলামের ছেলে নাজিম উদ্দিন (৩২), তার স্ত্রী ঝর্ণা আক্তার (২০) ও কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকার শরীফ মিয়ার ছেলে মো. সুজন (২০)।
আরও পড়ুন: নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে উঠার আগ মুহূর্তে তাদের আটক করা হয়। ওই সময় তাদের সঙ্গে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, জব্দকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ১ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।
আরও পড়ুন: চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, প্রবাসীসহ আটক ৪
এদিকে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে একই স্থানে থেকে অর্থাৎ লঞ্চঘাটে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় পটুয়াখালীর চালিতাবুনিয়া ইউনিয়নের মাতারবুনিয়া গ্রামের নাঈম সর্দার (২২) কে আটক করা হয়। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা হয়েছে।
২ বছর আগে
মহামারির কারণে ঈদে রাজধানী ছাড়ছেন তুলনামূলক কম মানুষ
কোভিড-১৯ মহামারি বিশ্বকে নজিরবিহীন এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে এবং মানুষের জীবনে অভাবনীয় অনেক পরিবর্তন এনেছে। একইভাবে মানুষজন পুরোনো অনেক বিষয় পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছেন এবং কিছু কাজ করার পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করেছেন। মাত্র ৬ মাস আগেও যেসব বিষয় আমরা নিশ্চিত বলে ধরে রেখেছিলাম, নতুন এ পরিস্থিতিতে সেগুলো আজ অবান্তরও হতে পারে।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার
ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
৪ বছর আগে
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: এমভি ফারহান-৯ লঞ্চসহ আটক দুই
চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট থেকে সোমবার এমভি ফারহান-৯ লঞ্চসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে