চাঁদপুর লঞ্চঘাট থেকে বৃহস্পতিবার বিকালে দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে নৌপুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকা ডেমরার ঠুলঠিলা এলাকার দিন ইসলামের ছেলে নাজিম উদ্দিন (৩২), তার স্ত্রী ঝর্ণা আক্তার (২০) ও কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকার শরীফ মিয়ার ছেলে মো. সুজন (২০)।
আরও পড়ুন: নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে উঠার আগ মুহূর্তে তাদের আটক করা হয়। ওই সময় তাদের সঙ্গে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, জব্দকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ১ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।
আরও পড়ুন: চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, প্রবাসীসহ আটক ৪
এদিকে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে একই স্থানে থেকে অর্থাৎ লঞ্চঘাটে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় পটুয়াখালীর চালিতাবুনিয়া ইউনিয়নের মাতারবুনিয়া গ্রামের নাঈম সর্দার (২২) কে আটক করা হয়। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা হয়েছে।