বাস-অটোরিকশা
চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী।
বুধবার (২৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে গুলিতে ডাকাত নিহত, গ্রামবাসীসহ আহত ৩
নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত সলেমান গাজীর ছেলে।
আর আহত উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক নিহত এবং একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনাকে পুনর্বাসন করতে চান রাষ্ট্রপতি: বিএনপি
৪ সপ্তাহ আগে
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদল মিয়া (৩৫) ও ফিরোজ মিয়া (৫৭) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২ অক্টবর) দুপুর দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাংরি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সুতারাটিয়া গ্রামের বাদল ও দশালিয়া গ্রামের অটোরিকশার চালক ফিরোজ।
স্থানীয়রা জানান, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাদল ও ফিরোজোর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচ জন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
১ মাস আগে
গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দির লাম-মিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নিহতরা হলেন- উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫), একই গ্রামের হাসান শেখ (২৯) ও দিগনগর গ্রামের ইয়ার আলী (৩৮)।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। আর আহত অটোরিকশাচালক হাসান শেখকে (২৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।
আরও পড়ুন: জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত
৩ মাস আগে
নবীগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলতপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রব্বান মিয়া (৪০)।
আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরীর স্ত্রী আয়েশা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
আরও পড়ুন: পৃথিবীতে এসেই দুর্ঘটনায় মা-বাবা-বোনকে হারালো!
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জাবেদ, বকুল, আয়েশা ও রেনু রব্বান মিয়ার অটোরিকশা করে ওই উপজেলার শতক গ্রামের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজার কাছে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক রব্বান মিয়া, বকুল ও এহিয়া মারা যান। গুরুতর আহত আয়শা ও রেনুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত এহিয়া চৌধুরী মাসেক আগে বিয়ে করেছেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৩
বগুড়ায় প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪
২ বছর আগে