ধর্মীয় অবমাননা
নড়াইলে ভাঙচুর: ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে সেই যুবক গ্রেপ্তার
ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে শনিবার রাতে খুলনা থেকে নড়াইল কলেজের ছাত্র আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে পোস্টের পর শুক্রবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বিক্ষুব্ধ জনতা দিঘলিয়া বাজারে হিন্দু সম্প্রদায়ের অন্তত দুটি বাড়ি ও বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল জানান, শুক্রবার হিন্দু সম্প্রদায়ের ওই কলেজ ছাত্র ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একটি পোস্ট দেন।
ওসি বলেন, খবরটি ছড়িয়ে পড়লে ওই রাতে স্থানীয় একদল লোকজন দিঘলিয়া বাজারে ভিড় করে এবং দুটি বাড়ি ও ছয়টি দোকান ভাঙচুর করে। এ ঘটনায় তারা একটি বাড়িতে আগুন দেয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা শাহাপাড়া মন্দিরের চেয়ার ও সাউন্ড বক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের ছাদ ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় রবিবার বলেন, ‘তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: মাগুরায় পুলিশের নির্যাতনে পরিবহন শ্রমিকের মৃত্যুর অভিযোগ
নড়াইলে হিন্দু বাড়ি ও দোকান ভাঙচুর
২ বছর আগে