লাস ভেগাস
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
পুলিশের বরাতে স্থানীয় কেটিএনভি নিউজ চ্যানেল এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৩৪ মিনিটে গুলি চালানো হয় এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পুলিশ গুলিবর্ষণের শিকার দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
বাকি তিনজনের শারীরিক অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র নিহতদের ‘গৃহহীন’ হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের রটারডামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
তিনি জানান, হামলাকারী এখনও পলাতক।
অন্যদিকে দেশটির এবিসি ৭ নিউজ চ্যানেল জানিয়েছে, লাস ভেগাসে ঘটা শুক্রবারের ঘটনা লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত না।
এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে সম্ভবত একজন সিরিয়াল কিলার তিনজন গৃহহীনকে গুলি করে হত্যা করেছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিহত তিনজন ফুটপাতে বা গলিতে একা একা ঘুমাচ্ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে বন্দুক হামলায় ৮ জন নিহত
ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
১ বছর আগে
অবশেষে বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন
লাস ভেগাস ড্রাইভ-থ্রু চ্যাপেলে শনিবার রাতে গাঁটছড়া বেধেঁছেন জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।
দুই দশকেরও বেশি সময় ধরে অগণিত ট্যাবলয়েড কভারের শিরোনামে ছিলেন তারা।
লোপেজ ভক্তদের জন্য রবিবার তার নিউজলেটারে ‘আমরা এটি করেছি’ শিরোনামে তাদের বিয়ের ঘোষণা করেছেন। লোপেজ প্রাথমিকভাবে এপ্রিলে তাদের বাগদান জনসমক্ষে প্রকাশ করেছিলেন।
জেনিফার লিন অ্যাফ্লেক স্বাক্ষরিত একটি বার্তায় লোপেজ লিখেছেন,‘ভালোবাসা সুন্দর, ভালবাসা কল্যাণকর।’
আরও পড়ুন: বিয়ে করলেন এসআই টুটুল
২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার ও বেনের।
৫২ বছরের লোপেজ ও ৪৯ বয়সী অ্যাফ্লেক ২০০০ এর শুরু থেকে ডেট করে বাগদান সম্পন্ন করলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।
অ্যাফ্লেক ২০০৫ সালে জেনিফার গার্নারকে বিয়ে করেন। সেখানে তাদের তিন সন্তান থাকলেও ২০১৮ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।
অন্যদিকে এর আগে তিনবার বিয়ে করেছেন লোপেজ।
আরও পড়ুন: মুক্তির আগেই আলোচনায় ‘হাওয়া’
২ বছর আগে