হলিউড তারকা
এক্সট্রাকশন-২ এর অফিসিয়াল ট্রেইলার প্রকাশ
হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ সোমবার তার আসন্ন অ্যাকশন ফিল্ম 'এক্সট্রাকশন ২'-এর অফিসিয়াল ট্রেইলার প্রকাশ করেছেন। সোমবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রিস এক ইনস্টাগ্রাম পোস্টে ট্রেইলারটি প্রকাশ করেছেন এবং এর ক্যাপশনে লিখেছেন-‘এখানে আপনারা শুধু দ্বিতীয় পার্টের একটি ঝলক দেখতে পাবেন। এক্সট্রাকশন-২ আগামী ১৬ জুন নেটফ্লিক্স-এ মুক্তি পাবে।’
আরও পড়ুন: ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
ট্রেইলারে ‘অ্যাভেঞ্জার্স’-খ্যাত এই অভিনেতা একটি সিঙ্গেল-টেক-অ্যাকশন সিকোয়েন্সের একটি ঝলক শেয়ার করেছেন। যাতে তাকে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে দেখা যায়।
https://www.instagram.com/p/Cqk0GjND8bK/
'থর' অভিনেতা 'এক্সট্রাকশন-২'এর ট্রেইলার শেয়ার করার পরপরই অনুরাগীরা রেড হার্ট এবং ফায়ার ইমোজি দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।
একজন ভক্ত মন্তব্যে লিখেছেন-এবার শক্তিশালী থর আসবে।
অন্য আরেকজন লিখেছেন, আমি দিন গুনছি।
স্যাম হারগ্রেভ পরিচালিত ছবিটি আগামী ১৬ জুন শুধুমাত্র নেটফ্লিক্স-এ প্রিমিয়ার হবে।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত, 'এক্সট্রাকশন' একটি বড় হিট ছিল।
এতে দেখানো হয়েছে ব্ল্যাক-অপস ভাড়াটে টাইলার রেক (হেমসওয়ার্থ) একজন ড্রাগ মাফিয়ার অপহৃত ছেলেকে উদ্ধার করতে বাংলাদেশে এসেছেন। চলচ্চিত্রের শেষে টাইলার রেক (হেমসওয়ার্থ) শিশুটিকে রক্ষা করতে গিয়ে ঘাড়ে গুলিবিদ্ধ হন।
এবারের পার্টের জন্য ভক্তরা মুখিয়ে আছেন টাইলার রেক বেঁচে গেছে কিনা তা জানতে।
বলিউড অভিনেতা রণদীপ হুদাও এই ছবির প্রথম পার্টের অংশ ছিলেন।
মুক্তির পর নেটফ্লিক্সে চলচ্চিত্রটি প্রায় ৯০ মিলিয়ন ভিউ পায়।
'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' চলচ্চিত্র নির্মাতা জো রুশোর স্ক্রিপ্টে এই ছবিটির প্রথম ও দ্বিতীয় পার্ট নির্মিত হয়েছে।
আরও পড়ুন: ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’
প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল: তিশা
১ বছর আগে
অবশেষে বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন
লাস ভেগাস ড্রাইভ-থ্রু চ্যাপেলে শনিবার রাতে গাঁটছড়া বেধেঁছেন জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।
দুই দশকেরও বেশি সময় ধরে অগণিত ট্যাবলয়েড কভারের শিরোনামে ছিলেন তারা।
লোপেজ ভক্তদের জন্য রবিবার তার নিউজলেটারে ‘আমরা এটি করেছি’ শিরোনামে তাদের বিয়ের ঘোষণা করেছেন। লোপেজ প্রাথমিকভাবে এপ্রিলে তাদের বাগদান জনসমক্ষে প্রকাশ করেছিলেন।
জেনিফার লিন অ্যাফ্লেক স্বাক্ষরিত একটি বার্তায় লোপেজ লিখেছেন,‘ভালোবাসা সুন্দর, ভালবাসা কল্যাণকর।’
আরও পড়ুন: বিয়ে করলেন এসআই টুটুল
২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার ও বেনের।
৫২ বছরের লোপেজ ও ৪৯ বয়সী অ্যাফ্লেক ২০০০ এর শুরু থেকে ডেট করে বাগদান সম্পন্ন করলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।
অ্যাফ্লেক ২০০৫ সালে জেনিফার গার্নারকে বিয়ে করেন। সেখানে তাদের তিন সন্তান থাকলেও ২০১৮ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।
অন্যদিকে এর আগে তিনবার বিয়ে করেছেন লোপেজ।
আরও পড়ুন: মুক্তির আগেই আলোচনায় ‘হাওয়া’
২ বছর আগে