পাঙ্গাশ
পদ্মায় দুই জালে ধরা পড়ল ৪৭ কেজির দুটি পাঙ্গাশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে একত্রে উঠে এলো প্রায় ৪৭ কেজি ওজনের দুটি বড় পাঙ্গাশ।
ভাগ্যবান জেলে হালদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সহকর্মীদের সাথে করে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন তিনি। রাতভর কয়েক দফা জাল ফেলে মাছ না পাওয়ায় হতাশ হয়ে পুনরায় জাল ফেলেন। দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর এলাকায় পদ্মা নদীর মোহনায় জাল ফেলে অপেক্ষায় থাকেন। রাত শেষে বুধবার ভোরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বেশ কয়েকটি ঝাকি অনুভব করেন। নৌকায় তুলতেই দেখতে পান বড় দুটি পাঙ্গাশ আটকা পড়েছে।
এসময় ওজন দিয়ে দেখেন বড় পাঙ্গাশটি প্রায় ২৮ কেজি এবং অপরটির ওজন হয়েছে প্রায় ১৯ কেজির মতো। এ সময় নিলামে তোলা হলে ৬২ হাজার টাকা দিয়ে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, সাধারণত পানি বাড়ার সময় নদীতে বড় মাছ ধরা পড়ে। বর্তমানে পানি কমতে থাকলেও গতকাল বৃষ্টির কারণে কিছু মাছ ধরা পড়ছে। সরকারিভাবে অভয়াশ্রমের মাধ্যমে সংরক্ষণ করা দরকার।
পড়ুন: বন্যায় ভেসে গেছে ৮ কোটি টাকার মাছ-চিংড়ি-কাঁকড়া
পায়রার বাঁধ ভেঙে প্লাবিত বরগুনার ৮ গ্রাম, ক্ষতিগ্রস্ত মাছের ঘের
২ বছর আগে