জাতীয় নৃত্যনাট্য উৎসব
শিল্পকলায় শুরু হলো ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার, ২০ জুলাই থেকে শুরু হলো ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ দুইদিন অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জুলাই।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় উৎসবটি সমন্বয় করছেন প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
উদ্বোধনের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিনটি নৃত্যনাট্য ‘কবর’, ‘প্রসঙ্গ ৪৭’ এবং ‘চন্ডালিকা’ পরিবেশিত হয়। দীপা খন্দকার এর গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় পল্লী কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ‘কবর’। মূল চরিত্র দাদু ভাই ছিলেন আবদুর রশীদ স্বপন, আতাউর রহমান মোহন ও নিলয় পাল।
এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন ফারাহ শাহওয়ার ঝুন ঝুন, মেহেরীন, আব্দুস সাত্তার, সামিয়া রফিক, সুমন আহমেদ, সারাফ প্রমুখ। নৃত্যনাট্য-এর সংগীত পরিচালনায় ছিলেন সুজেয় শ্যাম, সংলাপে ছিলেন মুজিবুর রহমান দীলু এবং কণ্ঠ সংগীতে ছিলেন রবীন্দ্রনাথ রায়।
আরও পড়ুন: ১০০ যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমির যাত্রা উৎসব
সাজু আহমেদ এর রচনা, সংগীত ও নৃত্য নির্দেশনায় এবং কথক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘প্রসঙ্গ ৪৭’। নৃত্যনাট্যর মূল চরিত্র সিফাত ছিলেন ফাইজা বারসাত পূর্ণ এবং প্রদীপনাথ এর চরিত্রে ছিলেন সাম্যদীপ। এছাড়াও বিভিন্ন চরিত্রে ছিলেন প্রভা, অভিজিৎ কুন্ডু কর্মকার, রামিম, রাদিফা, জারিন, শেওতি, ইমামা, প্রকৃতি, অয়োকা, বন্ধন, শ্রুতি, তন্বী প্রমুখ। নৃত্যনাট্যর কথাকার হিসেবে ছিলেন প্রিয়াংকা সাহা।
২ বছর আগে