গণস্বাস্থ্য নগর হাসপাতাল
বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে গণস্বাস্থ্য হাসপাতালে ডিএসসিসির অভিযান
ঢাকা, ২১ জুলাই (ইউএনবি)-দীর্ঘ ২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
ডিএসএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করছে না গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে দীর্ঘ ২৪ বছরে হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া দাঁড়ায় দুই কোটি ৪০ লাখ ২৩ হাজার ১১০ টাকা।
আরও পড়ুন: এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ চালু
মুনিরুজ্জামান বলেন, ‘এই বকেয়া পরিশোধে বিগত দেড় বছরে অনেক পত্র, তাগিদপত্র ও ক্রোকি নোটিশ প্রদান করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অনেকটাই নির্বিকার। তাই বকেয়া পরিশোধ না করায় অবশেষে আজ হাসপাতালটি সিলগালা করার উদ্দেশে আমরা অভিযান পরিচালনা করি।’
তিনি বলেন, ‘অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ ১০ লাখ টাকা পরিশোধ করেছে এবং মেয়রের সঙ্গে আলোচনা করে বাকি বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে।’
২ বছর আগে