শিক্ষার্থীর ওপর হামলা
চবি শিক্ষার্থীর ওপর হামলা: কয়েকজন যুবককে শনাক্ত করা হয়েছে দাবি ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেছেন, চবি ছাত্রীর ওপর হামলার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাকি অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
বৃহস্পতিবার ক্যাম্পাসে সাংবাদিকদের ব্রিফিংকালে উপাচার্য এই সব কথা বলেন।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে রাতভর বিক্ষোভ
শিরিন বলেন, অগামী রবিবার বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানাব। তদন্ত কমিটি ইতোমধ্যে কয়েকজন অপরাধীকে চিহ্নিত করেছে। কেউই রেহাই পাবে না।
এর আগে রবিবার রাত ১০টার দিকে এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় পাঁচ যুবকের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়।
ওই যুবকরা ঘটনাটি ভিডিও ধারণ করে এবং তা ভাইরাল করার হুমকি দেয়। পরে তারা দুই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের রেল অবরোধ
হামলার তদন্তের জন্য ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, হয়রানির শিকার ওই ছাত্রীর বিচারের দাবিতে বুধবার রাতে ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে।
২ বছর আগে