কমলাপুর স্টেশন
কমলাপুর স্টেশনে ট্রেনে এক ব্যক্তির মৃত্যু
ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মোশারফ হোসেন (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছাপাড়া গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের কর্মস্থল থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান।
তিনি চট্টগ্রামের কালুরঘাটে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে গ্রামে ফিরছিলেন তিনি। ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় সহযাত্রীদের। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোশারফ হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই বুধবার দুপুরে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
৭ মাস আগে
রেলের প্রতিবাদ: কমলাপুর স্টেশনে ঢুকতে রনিকে বাধা
কমলাপুর রেলওয়ে পুলিশ আবারও ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে। শুক্রবার স্টেশনের প্রধান ফটক আটকে তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ।
যোগাযোগ করা হলে মহিউদ্দিন রনি বলেন, ‘রেলওয়ে পুলিশ আমাকে কমলাপুর স্টেশনের প্রধান গেটে ঢুকতে বাধা দিয়েছে।’
তিনি আরও বলেন, আমি প্রধান গেটের সামনের খালি জায়গায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে গত ২১ জুলাই ছয় দফা দাবিতে মহিউদ্দিন রনি ও তার সহযোগী আন্দোলনকারীরা স্টেশনে ঢোকার চেষ্টা করলে কমলাপুর রেলওয়ে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদেরকে আহত করে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহিউদ্দিন রনি ও তার বন্ধুরা তার নাগরিক অধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে শাহাবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এদিন রাত সাড়ে ৯টার দিকে তিনি কমলাপুর রেলস্টেশনে বসার কর্মসূচি স্থগিত করে দেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে অন্যান্য স্থানের রেল যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা বন্ধ
রাজধানীর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে আটক ৫
২ বছর আগে