সহজিয়া ফাউন্ডেশন
কলকাতায় দশম সহজিয়া উৎসবে তারকা সমাবেশ
১৯৭২ সালে কবি অরুণ চক্রবর্তীর লেখা ‘তু লাল পাহাড়ির দেশে যা’ কবিতাটি প্রচলিত ঝুমুর গানের সুরে বাঁকুড়ার সুভাষ চক্রবর্তীর কন্ঠে ইনরেকো কোম্পানি থেকে ১৯৭৯ সালে প্রথমবার রেকর্ড হয়ে বেরোয়। শ্রীরামপুর রেল স্টেশনের পাশে একাকী একটি মহুয়া গাছ দেখে কবির মনে হয় তার অবস্থানগত অসংগতির কথা, যা থেকে এই অমর সৃষ্টি।
বাংলার লোকগানের জগতে মাইলফলক এই গানটিকে ঘিরে স্বতঃস্ফূর্ত উন্মাদনা শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতের অন্যান্য ভাষা ও কয়েকটি বিদেশি ভাষাতেও কবিতাটি অনুদিত হয়েছে। অনেক আগেই এই গান শহর-গ্রামের বিভাজন মুছে দিয়ে সবার গান হয়ে গেছে। লোকাল ট্রেনের গায়ক থেকে বাংলার জনপ্রিয় ব্যান্ড পর্যন্ত বিস্তৃত এই গানটির জনপ্রিয়তা।
২ বছর আগে