ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদ
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ আগস্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
রবিবার সন্ধ্যায় ’ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটিরসদস্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় স্বতন্ত্রভাবে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে চারটি বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবছর ১২৫০টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া ভর্তিপরীক্ষাসংক্রান্তযাবতীয় তথ্যবিশ্ববিদ্যালয়েরওয়েবসাইট www.iu.ac.bd-থেকে জানা যাবে।
আরও পড়ুন: ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ
ইবি খুলছে শনিবার
২ বছর আগে