গোরস্থান
ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি গোরস্থানের ১৯টি কবর থেকে রহস্যজনকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার জেলার পীরগঞ্জ উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ফোনে ৯৯৯ এর কলের মাধ্যমে পুলিশে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
গোরস্থানে কবর দিতে আসা প্রত্যক্ষদর্শী ময়নুল ইসলাম জানান, আমি আমার আত্মীয়ের দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। দাফন সম্পন্ন করে যাওয়ার সময় আমিসহ অন্যান্যরা দেখতে পাই একসাথে অনেকগুলো সাদা কাফনের কাপড় পড়ে আছে। আমরা আরও কিছু লোককে ডেকে নিয়ে আসি এবং কাছাকাছি গিয়ে দেখি অনেকগুলি কাফনের কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পড়ে রয়েছে আর কবরগুলির ঘেরাও দেয়া বাঁশের বেড়া ভাঙ্গা। এছাড়াও প্রতিটি কবরই প্রায় খোড়া অবস্থায় রয়েছে। এভাবে ১৯ টি কবর খোড়া অবস্থায় রয়েছে। তখন আমরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানাই।
এ খবর ছড়িয়ে পড়লে লোকজন দ্রুত কবরস্থানে এসে নিজ নিজ স্বজনের কবর দেখার জন্য গোরস্থানে ভিড় করছেন। চুরি হওয়া কবর গুলোর পাশে গামছা, থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কংকাল চুরি করার উদ্দেশ্যে কবরে গর্ত করা হয়েছে এবং কবরে ঢুকার সময় এসব কাপড় ব্যবহার করা হয়েছে।
শনিবার অপরাহ্নে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: মোটরসাইকেল চুরি করতে গিয়ে পৌর কাউন্সিলর গ্রেপ্তার
২ বছর আগে