আশুগঞ্জ নৌবন্দর
আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ করা হবে: উপদেষ্টা
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কার্গো টার্মিনাল নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দরকে হাব হিসেবে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, আগে এটি পরিপূর্ণ বন্দর ছিল না। টার্মিনালটি নির্মিত হলে নৌপথে বাণিজ্যের আরও প্রসার ঘটবে। এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান আছে। এটি বাংলাদেশের একটি হাব হবে।
আরও পড়ুন: জবির শিক্ষার্থীদের দাবি ৩ দিনের মধ্যে পূরণের আশ্বাস উপদেষ্টার
সোমবার (১১ নভেম্বর) আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে নৌবন্দরে নতুন কার্গো টার্মিনাল নির্মাণ করছে বিআইডব্লিউটিএ। নতুন এই টার্মিনালে তিনটি জেটি ও স্টোরেজ সেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে।
এছাড়া আগামী বছর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি বলেন, অনেকদিন থেকেই টার্মিনাল করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল। আরেকটি বিষয় হলো বিশ্বব্যাংক না দেখে অর্থায়ন করে না। তারা যদি মনে করে এটা লাভজনক, তখনই তারা অর্থায়ন করে।
আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জাবেদুর রহমান।
আরও পড়ুন: জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার
১ মাস আগে
৯৫৮ মেট্রিক টন রড নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে ভারতীয় জাহাজ
৫৮ মেট্রিক টন রড নিয়ে ট্রানজিটের একটি ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এমভি বালকার-১ নামের জাহাজটি বন্দরে এসে নোঙর করে।
নৌ প্রটোকল চুক্তির আওতায় এই পণ্য আসে আশুগঞ্জ নদী বন্দরে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
এছাড়া সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে টাটা স্টিল এর রড রয়েছে।
টাটা স্টিলের এ রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে।
এছাড়া ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে ওই জাহাজে রড উঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, তার প্রতিষ্ঠান আদনান এন্টারপ্রাইজের মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতে পাঠানো হবে।
এছাড়া সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে।
আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি জানান, নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার-১ আশুগঞ্জ নদী বন্দরে আসে। আগামী দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাবে।
এছাড়া এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিকটনে পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিকটন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্দিং চার্জ পাবে ৩১৫ টাকা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসের গোডাউনে নকল নিকাহনামা-রেজিস্ট্রার
১ বছর আগে
১ আগস্ট থেকে ৩ দিন গ্যাস বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়
ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় তিন দিন গ্যাস সরবাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো, আখতারুজ্জামান জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজের জন্য তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চার লেনের সড়কে গ্যাসের পাইপ লাইন স্থানান্তরের কাজ চলবে।
দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি বাসিন্দাদের জানানো হয়।
২ বছর আগে