ভেনিজুয়েলা
জন্ম মৌলভীবাজারে পরিচয়পত্রে ‘ভেনিজুয়েলা ’
মৌলভীবাজার জেলার অন্তত ১২ জন স্থায়ী বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাদের জন্মস্থান দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রবাসে ও দেশের বসবাসরত অনেকেই তাদের পুরনো জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ধরনের ভুল সংশোধন করতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসে জমা দেয়ার পর নতুন করে হাস্যকর এই ভুলটি তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: সনদ ও জাতীয় পরিচয়পত্র জাল, তবুও তিনি শিক্ষক!
বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামের রোমানা বেগম রবিবার ইউএনবি বলেন, জন্ম হল মৌলভীবাজার কিন্তু নাগরিক হয়ে গেলাম আমেরিকা নাকি ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা যে একটা দেশ সেটা তিনি জানতেন না।
রোমানা বলেন, তার নামের দ্বিতীয় অংশ 'বেগম' হলেও আগে পাওয়া জাতীয় পরিচয়পত্রে 'আক্তার' লেখা হয়েছে। সেটি সংশোধন করতে মে মাসে এনআইডি কার্ড জমা দিয়েছিলেন, তার পরিবর্তে এখন তিনি আরও গুরুতর ভুলসহ কার্ডটি হাতে পেয়েছেন।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহহমান জানান, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সার্ভারে ত্রুটির কারণে এ ভুল হয়েছে। এ ব্যাপারে ইসিকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: বাস্তবে জীবিত হলেও জাতীয় পরিচয়পত্রে তারা মৃত!
ইসির সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সম্প্রতি সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বেশ কয়েকটি জেলার এনআইডিতে একই ধরনের ভুল হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। ইসি বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
২ বছর আগে