বাবুল সুপ্রিয়
কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় কি বাংলার মন্ত্রী হতে যাচ্ছেন?
গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রীসভায় মন্ত্রিত্ব পেতে চলেছেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা পুনর্গঠন করবেন।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর বৃহস্পতিবার মমতা ব্যানার্জি তার অন্যতম জ্যেষ্ঠ নেতা পার্থ চ্যাটার্জিকে তার মন্ত্রিসভা থেকে এবং তার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের সমস্ত পদ থেকে বরখাস্ত করেছেন।
পার্থ চ্যাটার্জি রাজ্য মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, শিল্প পুনর্গঠন ও পরিষদীয় বিভাগের মন্ত্রী। এছাড়াও তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও ছিলেন।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্রগুলো ইউএনবিকে জানিয়েছে, ‘বাবুল সুপ্রিয় এবং আরও দুজন নতুন মুখকে মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। এমনকি কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদও দেয়া হতে পারে।’
বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেডারেল মন্ত্রী হিসেবে বাদ পড়ার দুই মাস পর ২০২১ সালের সেপ্টেম্বরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
৫০ বছর বয়সী বাবুল সুপ্রিয় প্রায় আট বছর আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়ে তার রাজনীতির ক্যারিয়ার শুরু করেন। তিনি বিজেপি সরকারের প্রথম মেয়াদে জুনিয়র নগরোন্নয়ন মন্ত্রী এবং ভারী শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে তিনি জুনিয়র পরিবেশ ও বনমন্ত্রী ছিলেন।
বাবুল সুপ্রিয় নামে অধিক পরিচিত সুপ্রিয় বড়াল নব্বই দশকের মাঝামাঝি সময়ে একজন প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে পা রাখেন এবং তারপর থেকে অনেক ছবিতে গান গেয়েছেন তিনি। তার সঙ্গীতজীবনে তিনি ১১টি ভারতীয় ভাষায় প্লেব্যাক করেছেন।
আরও পড়ুন: মন্ত্রীসভা থেকে বাদের পর দল থেকেও বহিষ্কার হলেন পার্থ চ্যাটার্জি
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শপথ গ্রহণ
২ বছর আগে