হাজীগঞ্জে
হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জের টোড়াগড় ও সুবিদপুরে রবিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- টোড়াগড়ের মো. শরীফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (২০ মাস) এবং সুবিদপুর উত্তরপাড়ার মো. রুমনের মেয়ে সুমাইয়া আক্তার (৭)।
জানা যায়, এদিন বিকালে সুবিদপুর উত্তর পাড়া মজুমদার বাড়ির মো. রুমনের মেয়ে শিশু সুমাইয়া আক্তার তার সমবয়সী বন্ধু তানজিনা, জান্নাত ও সিয়ামের সঙ্গে একত্রে বাড়ির পাশের পুকুরে শাপলা তুলতে গিয়ে নিঁখোজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় ৯৯৯ এ খবর দিলে হাজীগঞ্জ ফায়ার বিগ্রেডের ডুবুরি দল ও চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জানান, শিশুটির লাশ রবিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপর দিকে, উপজেলার টোড়াগড় এলাকার সরদার বাড়ির মো.শরীফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন বিকাল ৩টার পরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে মারা যায়। পরে খোজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করায় রবিবার সন্ধ্যায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: যশোরে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
২ বছর আগে