ইউটিউবে জনপ্রিয় বাংলা নাটক
সাম্প্রতিককালে ইউটিউবে ঝড় তোলা জনপ্রিয় সব বাংলা নাটক
ইউটিউবে বাংলা নাটকের সহজলভ্যতা বাড়ার কারণে নির্মাতাসহ অভিনেতা-অভিনেত্রীরা ইউটিউবমুখী হচ্ছেন। তাই প্রতিনিয়ত ইউটউবে জনপ্রিয় সব বাংলা নাটক মুগ্ধতা ছড়াচ্ছে। নতুনদের পাশাপাশি দেশের মূলধারার নাট্য কলাকুশলীরাও নিজেদের মঞ্চ তৈরি করে নিচ্ছেন। ফলে ইউটিউব তারকাদের খাতায় খুব সহজেই উঠে যাচ্ছে তাদেরও নাম। কোনো উৎসব ছাড়াই এখন মুঠোফোনের ছোট্ট পর্দাতেই সাজ সাজ রব পড়ে যাচ্ছে বাংলা নাটকগুলোর। তেমনি কিছু সাম্প্রতিক নাটক নিয়ে এবারের ফিচার।
সাম্প্রতিক কালে ইউটিউবের ১০টি সেরা নাটক
তুমি আমি পাশাপাশি
বর্তমান সময়ের রোমান্টিক নাটকগুলোর মধ্যে এই নাটকটি একটু এগিয়ে থাকবে। স্বভাবতই চিত্রনাট্যের বিশেষত্বের জন্য, যেখানে প্রধান চরিত্র দুটির প্রেমে পড়াতে কাকতালীয় ঘটনা ঘটে। পরস্পরের কাছ থেকে দূরে থাকলেও ভাগ্য তাদেরকে নানা ভনিতায় কাছাকাছি এনে দেয়। সোহেল আরমানের এমনি গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। প্রধান ভূমিকায় ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর। শফিকুল আলম শান্তর ফটোগ্রাফিতে অভিনয়শিল্পীদের মিথস্ক্রিয়া দারুণভাবে পর্দায় ফুটে উঠেছে। বর্ণবিন্যাস ও সম্পাদনায় ছিলেন আগুন শুভ। সুরঞ্জলির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন কাইয়ুম খান।
ইউটিউব লিঙ্ক: তুমি আমি পাশাপাশি
আরও পড়ুন: ‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু
অতিরিক্ত
শিশুশিল্পী মনতাহা এমেলিয়া তার ভাঙা শব্দের অভিনয় দিয়ে ক্রমাগত দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। রাফাত মজুমদার রিংকুর পরিচালিত এই নাটকটিতেও তার ব্যতিক্রম হয়নি। জোভান আর তাসনিয়া ফারিনের অভিনয়কে ছাপিয়ে সবচেয়ে বেশি দৃষ্টি গেছে এমেলিয়ার দিকে। মা কাছে না থাকায় একমাত্র মেয়েকে দেখাশোনা এবং বাড়ির কাজ করার জন্য বাড়িতে আগমন ঘটে তাসনিয়া ফারিনের। কিন্তু আশেপাশের লোকের কটু কথায় এমেলিয়াদের সঙ্গে ফারিনের থাকাটা কঠিন হয়ে দাঁড়ায়। পরিশেষে দুঃখজনক এক টুইস্টিংয়ের মধ্য দিয়ে শেষ হয় মুনতাহা বৃত্তা রচিত গল্পটি। ইমোশন স্টুডিওর ব্যানারে নাটকটির প্রযোজনা করেছেন আর এইচ সোহেল।
ইউটিউব লিঙ্ক: অতিরিক্ত
টুইন ট্রাবল (Twin Trouble)
টুকু ও টুম্পা চার মিনিটের ছোট বড়। তাদের মধ্যকার ভয়ানক দা-কুমড়া সম্পর্ক তাদের আশেপাশের সবাইকে ঝামেলায় ফেলে দেয়। ভাই ও বোনের খুনসুটি মাখা গল্প নিয়েই নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আদ্যোপান্ত কমেডিতে ভরপুর নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফারহান আহমেদ জোভান আর তাসনিয়া ফারিন। ইমেল হকের সংলাপে নাটকের কাহিনী যখন বেশ জমে উঠে ঠিক তখনি ক্লাইমেক্সের অবতারণা ঘটে। নাঈম ফুয়াদের চিত্রগ্রহণে প্রতিটি অভিনয়শিল্পীর কাজগুলো খুটিনাটিসহ দৃষ্টিগোচর হয়েছে। সহ-অভিনয়শিল্পী হিসেবে ছিলেন হিন্দল রায়, শামীমা নাজনীন, নাফিস আহমেদ, ও রিসা চৌধুরীসহ আরও অনেকে। যাবতীয় সম্পাদনায় ছিলেন রবিউল সোহেল। নাটকটি নির্মিত হয়েছে এথ্রিসিক্সটি এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এবং সুলতান এন্টারটেইনমেন্টের প্রযোজনা ও পরিবেশনায়।
ইউটিউব লিঙ্ক: টুইন ট্রাবল
গুড বায (Good Buzz)
জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর্স পয়েন্টের রেশ ধরে এই সময়ের স্বনামধন্য নাট্য নির্মাতা কাজল আরেফিন অমির আরও একটি সৃষ্টি গুড বায। বন্ধু-বান্ধব নিয়ে ভ্রমণ বিষয়ক কমেডি নাটকটি ইউটিউব জুড়ে বেশ সাড়া ফেলেছে। চিত্রনাট্যে অমি নিজেই ছিলেন আর সংলাপ লিখেছেন ইমেল হক। ব্যাচেলর্স পয়েন্টের আমেজ এখানেও ধরে রেখেছিলেন এর অভিনেতা ও অভিনেত্রীরা। মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পার্সা ইভানা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, এবং শিমুল শর্মার মজার সংলাপ নির্ভর কাহিনী পুরো নাটকটিকে হৈচৈ-এ ভরিয়ে রেখেছিল। মোনাক মার্ট পরিবেশিত নাটকটির সঙ্গীত আয়োজনে ছিলেন খয়াম সনু সন্ধি। মূল গানের সন্ধির সঙ্গে কন্ঠ দিয়েছেন আঁচল।
ইউটিউব লিঙ্ক: গুড বায
গ্যাংস্টারের বিয়ে
এ সময়ের তারকা জান্নাতুল সুমাইয়া হিমি এবং গুণী অভিনেতা মোশাররফ করিমকে এখানে দেখে গেছে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারের ভূমিকায়। রাজধানীয় লিডার পাপ্পী আর মিলা চালায় যশোরের গ্যাঙ। দুজনকেই বিয়ের পীড়িতে বসানোর জন্য শুরু হয় লঙ্কাকাণ্ড। এমনি চিত্রপট নিয়ে গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির একটি বিশেষ ভূমিকায় শুধুমাত্র কন্ঠ দিয়েছেন দিলারা জামান। অন্যান্য চরিত্রে আছেন মনিরা মিঠু, শহীদুল ইসলাম সাচ্চু ও আরও অনেকে। কমেডি নাটকটির পরিচালনায় ছিলেন মাইদুল রাকিব। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বিকাশ সাহা এবং রঙ ও সম্পাদনার কাজ করেছেন রমজান আলী। সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)-এর ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী।
ইউটিউব লিঙ্ক: গ্যাংস্টারের বিয়ে
আরও পড়ুন: প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ছোট পর্দার সারিকা
পিচাশ
পিচাশ কালাম নামের এক টোকাই বালকের গল্প, যে অন্ধকার জগতের রথি-মহারথিদের ডিঙিয়ে তর তর করে উঠে যাচ্ছিলো একদম মগডালে। আর সব মানুষের মতই তার জীবনেও এলো ভালোবাসার পরশ। কিন্তু তা সেই ছোটবেলা থেকে তিল তিল করে বেড়ে ওঠা তার ভেতরকার পিশাচকে কিছুতেই ধরাশায়ী করতে পারেনি। এমনি স্বরচিত থ্রিলার গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। কালাম চরিত্রে অভিনয় করে অভাবনীয় প্রশংসা কুড়িয়েছেন মুসফিক আর ফারহান। তার বিপরীতে ছিলেন কেয়া আক্তার পায়েল। প্রধান সহ-অভিনয়শিল্পী হিসেবে ছিলেন আবদুল্লাহ রানা। সরকার মিডিয়ার ব্যানারে নাটকটির প্রযোজনার দায়িত্বে ছিলেন সরকার সুমন।
ইউটিউব লিঙ্ক: পিচাশ
আই হেইট ইউ বাড়িওয়ালা
জিয়াউল ফারুক অপূর্ব এবং কেয়া পায়েল অভিনীত এই রোমান্টিক-কমেডি নাটকটি সাম্প্রতিককালে ইউটিউবের শীর্ষ বাংলা নাটকগুলোর একটি। গোলাম সারোয়ার অনিকের গল্পে এখানে দেখা যায় নতুন বাসায় উঠার পর পায়েল জানতে পারলেন যে বাড়িওয়ালা আর কেউ নয়; তারই প্রাক্তন প্রেমিক। অপূর্ব প্রথম দিকে অবাক হলেও পরবর্তীতে ভাড়াটিয়াকে জ্বালানোর সুযোগ পাওয়ায় বেশ খুশি। বি ইউ শুভর পরিচালনায় নাটকটিতে দৃশ্যায়ন হতে থাকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার ইঁদুর-বিড়ালের গল্প। অন্যান্য চরিত্রে দেখা গেছে মনিরা মিঠু, সিয়াম নাসির ও সাথীকে। বাংলা ভিশনের জন্য প্রস্তুত করা নাটকটির রঙ ও যাবতীয় সম্পাদনার কাজ করেছেন মোহাম্মদ রাজু।
ইউটিউব লিঙ্ক: আই হেইট ইউ বাড়িওয়ালা
তোর জন্য পাগল
বি ইউ শুভ পরিচালিত আরও একটি মিষ্টি প্রেমের নাটক তোর জন্য পাগল। ইউসুফ আলী খোকনের লেখা গল্পে শায়লা ও রাফি দুটি প্রধান চরিত্র, যাদের পারিবারিক বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সূত্রে রাফি আর শায়লাও একসঙ্গে বেড়ে ওঠার কারণে সারাদিনি পরস্পরের সঙ্গে লেগে থাকে। কিন্তু ঝগড়া-বিবাদের মাঝেও একে অপরের প্রতি ভালবাসা কখনোই প্রকাশ পায়নি। নাটকের শ্রেষ্ঠাংশে আছেন জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল, সাবেরী আলম এবং স্বপ্না আক্তার। চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ এবং রঙ ও সার্বিক সম্পাদনা করেছেন মোহাম্মদ রাজু। রাধুনি পরিবেশিত নাটকটি নির্মিত হয়েছে আরটিভির জন্য।
ইউটিউব লিঙ্ক: তোর জন্য পাগল
আরও পড়ুন: ৫০ প্রেক্ষাগৃহে আসছে বুবলি-আদর জুটির ‘তালাশ’
আমানত
এবার একটু ভিন্ন স্বাদের গল্প। গল্পটা প্রায়শ্চিত্তের, যেখানে দারুণ এক বার্তার মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট এক সময় নিজের ওপরই ফিরে আসে। এমনি সামাজিক বার্তা দিয়ে গল্প লেখা ও নাট্য পরিচালনা করেছেন আদিবাসী মিজান। শুরুটা কমেডি ঘরানার হলেও শেষটা ছিল ইতিবাচক এবং কষ্টের। নাটকের মূল অভিনয়শিল্পীরা হলেন মুশফিক আর ফারহান, রুকাইয়া জাহান চমক এবং সমু চৌধুরী। অন্যান্য ভুমিকায় ছিলেন গুলশান আরা এবং মুকিত জাকারিয়া। সিনেমাটোগ্রাফিতে ছিলেন আদিত্য মনির এবং নাট্য সম্পাদনার কাজ করেছেন মো. সবুজ খান। তীর নিবেদিত এবং আব্দুর রউফ প্রযোজিত নাটকটি তৈরি করা হয়েছিল এনটিভির জন্য।
ইউটিউব লিঙ্ক: আমানত
চিংকি পিংকি
চিংকি পিংকি জমজ দুই বোন সম্পূর্ণ দুই ভূবনের বাসিন্দা। শুধুমাত্র চেহারা ছাড়া দুজনের আর কোনো কিছুতেই মিল নেই। উল্টো পরস্পরের সঙ্গে একদিন ঝগড়া না করলে ওদের শান্তি হয় না। এই দুই বোনের মজার মজার সব কার্যকলাপ নিয়েই তৈরি মেজবাহ উদ্দিন সুমনের গল্পটি। পরিশেষে দারুণ এক টুইস্টের অংশ নিয়ে পুরো নাটকটাকে দারুণভাবে পরিচালনা করেছেন রুবেল হাসান। দ্বৈত চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, জাহের আলভী, এবং তামিম মৃধাসহ আরও অনেকে। ফটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ এবং রঙ ও সম্পাদনায় জোবায়ের আবির পিল। নাট্য নির্মাণ প্রতিষ্ঠান সিএমভি’র অধীনে নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী।
ইউটিউব লিঙ্ক: চিংকি পিংকি
আরও পড়ুন: বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা
পরিশেষে
শেষ কথা হচ্ছে যে দর্শকরাই যেহেতু ইউটিউবের প্রাণ, গল্প নির্বাচনেও তাই বিগত দর্শকপ্রিয় কাজগুলোকেই শীর্ষে রাখা হচ্ছে। সাম্প্রতিককালে ইউটিউবে সাড়া ফেলা এই জনপ্রিয় বাংলা নাটকগুলো তারই প্রমাণ। পরিবর্তনশীল নাট্য ধারার জন্য সবচেয়ে সহায়ক দিকটি হচ্ছে- মূলধারার রোমান্টিক-কমেডির সঙ্গে এখন ভিন্ন ধারার নাটকগুলোও বেশ দর্শকনন্দিত হচ্ছে। এরই ফলশ্রুতিতে ভবিষ্যতে ইউটিউবকে কেন্দ্র করে নাটকের গল্পে আরও বৈচিত্রতা আশা করা যেতে পারে। যেখানে অভিনয়শিল্পীরাও তাদের সেরাটা উজাড় করে দিতে পারবেন।
২ বছর আগে