টাঙ্গন
টাঙ্গন নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র রায়হান ইসলামের (১৭) লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার নিশ্চিন্তপুরে শাহপাড়া এলাকা থেকে বুধবার (১০ জুলাই) রায়হানের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
রায়হান ইসলাম মুজিবনগর গ্রামের শহিদের ছেলে ও স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
রায়হান ইসলামের বড় বোন রুমি আক্তার বলেন, ‘আমার ভাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় এ কথা কেউ জানায়নি। পরের দিন ৯ জুলাই সকালে জানতে পেরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।’
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, ‘বুধবার সকালে উদ্ধার কাজ শুরু করে রংপুর থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। দুই ঘণ্টা পর খবর আসে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই শিক্ষার্থীর লাশ ভেসে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘পরে শাহপাড়া নদীর ঘাটের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল
৩ মাস আগে
টাঙ্গন নদীতে ডুবে নিহত ১
ঠাকুরগাঁও সদর উপজেলায় টাঙ্গন নদীতে ডুবে নিখোঁজের একদিন পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিখোঁজের স্থান থেকে ৮ কিলোমিটার দূরে টাঙ্গন নদীর কাজিরঘাট থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত তৈলক্ষ্য বর্মণ (৪৫) সদর উপজেলার আকচা ইউনিয়নের ঘুরবসু বর্মণের ছেলে এবং দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দুপুরে ঘটনার স্থান থেকে ৮ কিলোমিটার দূরে কাজিরঘাট এলাকায় টাঙ্গন নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বুধবার স্কুল ছুটির পরে বাড়ি আসার সময় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
বরিশালে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
২ বছর আগে