তরুণের মৃত্যু
রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
পাবনার ঈশ্বরদীর পাকশী রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আলিপ হোসেন নামে আরেক তরুণ।
শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিত আহমেদ (১৮) রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মো. জিয়ারুল ইসলামের ছেলে।
আহত আলিপ (১৮) ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে। তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আহত আলিপকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলিপ হোসেন বলেন, ‘প্রতিদিনই রাতে আমরা দুই বন্ধু রেললাইনের ওপর দিয়ে দৌড়াতাম। শনিবার রাতেও একইভাবে রেললাইনের ওপরে উঠে ভেড়ামারার দিকে আমরা দুইজন দৌড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। পাশাপাশি দুটি লাইন থাকায় ঠিক বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়েছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।’
রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
১ সপ্তাহ আগে
খুলনায় সন্ত্রাসীদের মারধরে আহত তরুণের মৃত্যু
পূর্ব শত্রুতার জের ধরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় সন্ত্রাসীদের মারধরে আহত তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত পৌণে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় শুক্রবার ১২ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
মৃত লিওন শেখ (১৮) নগরীর খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড এলাকার মৃত আব্দুস সোবহান শেখের ছেলে।
আরও পড়ুন: পাওনা টাকার জন্য নির্যাতনে আহত যুবকের মৃত্যু, নবনির্বাচিত ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
মামলার আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার সেনপাড়া আনসার সোলার মিল রোড এলাকার রাশেদের ছেলে সালাউদ্দিন, সেলিম পাটোয়ারির ছেলে আলাউদ্দিন পাটোয়ারি, শহিদের ছেলে মানিক, শহিদুলের ছেলে মামুন, আব্দুল মান্নানের ছেলে লিটন, আক্কাসের ছেলে সাব্বির, আফজালের ছেলে শাহিন, মতির ছেলে পঙ্কজ, আকবারের ছেলে আকাশ, বাবুলের ছেলে স্বাধীন, ইসহাকের ছেলে লিমন ও মোস্তফার ছেলে রনি।
মামলার তদন্ত কর্মকর্তা লুৎফুল হায়দার জানান, লিওন শেখ গত ২ আগস্ট দুপুর আড়াইটার দিকে সেনপাড়া আনসার সোলার মিল রোড বৌবাজার এলাকায় পৌঁছানো মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এসময় তারা তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ১২ জনের নাম উল্লেখ মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে