ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবক
সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার সময় তার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত সুখেন চাকমা একই গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে তিনি ঘরের বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোন সুফল হয়নি। শুক্রবার রাত ২টার দিকে তার নিজ বাড়িতে মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এই ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারনা চালানো হবে। যাতে আগামীতে এই ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে।
২ বছর আগে