ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন
ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব অনুষ্ঠিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পররাষ্ট্র ভবন (পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন) চত্বরে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন।
পিঠা উৎসবে ফোসা’র পৃষ্ঠপোষক মিজ আয়েশা আখতার (ডালিয়া), ফোসা’র সভাপতি ফাহমিদা জেবিন সোমা, ঢাকাস্থ বিদেশী মিশনসমূহের কূটটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সহধর্মিণীগণ, ফোসা'র কার্যনির্বাহী কমিটির সদস্য ও ফোসা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে ফোসা‘র ফান্ড রাইজিং কার্যক্রমের অংশ হিসেবে আমন্ত্রিত অতিথিদের অনেকেই জনকল্যাণে অনুদান প্রদান করেন। মুক্তিযোদ্ধা কূটনীতিক ও প্রাক্তন পররাষ্ট্র সচিব প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীর সহধর্মিণী তোহফা জামান আলী ফোসা’র কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ফোসা’র নির্বাহী কমিটির কাছে ৭০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ অনুদানের জন্য ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক সেলিনা মোমেন তোহফা জামান আলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্পাউসদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক ও কল্যাণমূলক সংগঠন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীসহ সাধারণ মানুষের কল্যাণ ও সহায়তায় সংগঠনটি কাজ করে থাকে।
আরও পড়ুন: জাতির পিতার সমাধিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
১ বছর আগে
জাতির পিতার সমাধিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের স্ত্রীদের কল্যাণমূলক সংগঠন ‘ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)’-এর নির্বাহী কমিটি।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফোসা’র নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি ও পররাষ্ট্র সচিবের স্ত্রী ফাহমিদা সোমা জাবিন এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
এসময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক, অন্যান্য পৃষ্ঠপোষক ও সভাপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের জাদুঘর পরিদর্শন করেন।
এসময় ফোসা’র সহসভাপতি আবেদা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী সায়েমা হক-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফোসা'র উদ্যোগে রাজধানীতে ঈদ চ্যারিটি মেলা
ফোসা’র উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমিতে ঈদ চ্যারিটি মেলা
২ বছর আগে