দুপক্ষের সংঘর্ষ
ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র্যালিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭
ফেনীর দাগনভূঞা উপজেলা গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিজয় র্যালির আয়োজন করে। শান্তিপূর্ণ র্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছালো সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দলের অন্য একটি পক্ষ মিছিলে অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেয় ও তাদের মারধর করে।
পড়ুন: জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামী বাংলাদেশের নির্মাণরেখা: প্রধান উপদেষ্টা
এসময় পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ প্রায় ১২ জন নেতাকর্মী আহত হন।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অভিযোগ, হামলায় অংশ নিয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিস্কৃত ফটিক। বিশৃঙ্খলা এড়াতে তাদের হামলার কোনো প্রতিবাদ না করিনি, বলেন তিনি।
আকবর আরও বলেন, আজকের বিজয় র্যালিতে হামলার ঘটনা একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপির সাধারণ নেতাকর্মীদের উপর হামলা করেছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেবো না। এ ষড়যন্ত্রে পা দিয়ে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা ধৈর্য্যধারণ করছি, আরও করে যাবো।
বিএনপির বিজয় র্যালিতে হামলার বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছি। এসময় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাদের কিছু নেতাকর্মী আমাদের কটাক্ষ করে মন্তব্য করে। তখন আমাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আমরা তা নিবৃত্ত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগটি সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক তা নিবৃত্ত করে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
১৪২ দিন আগে
সালিশে জরিমানার টাকা না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
সালিশে জরিমানার টাকা না দেয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয়রা সালিশের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লাখ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় রবিবার রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে ও খালপাড়ের পক্ষের আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন: সালিশে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, ২ ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
২৫৫ দিন আগে
লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলন।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন বেপারী। তিনি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।
এছাড়া এখনও আহত কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, ‘দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এর আগে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন জসিম।’
তিনি বলেন, ‘এদিকে সাইজ উদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।’ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
আধিপত্য বিস্তার নিয়ে ৭ এপ্রিল (সোমবার) সংঘর্ষে জড়ায় রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপ। এ সময় সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন: ঝুলে থাকা বৈদ্যুতিক তার গলায় জড়িয়ে কৃষকের মৃত্যু
এদিকে ঘটনার তিনদিন পর নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিস্কার করা হয়।
২৫৫ দিন আগে
মাগুরায় সদস্য ফরম বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
মাগুরায় বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে দলটির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল)দুপুরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার (৫ এপ্রিল) সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ। কার্যক্রম চলমান অবস্থায় সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
আরও পড়ুন: বিএনপি-কর্মীদের ওপর ফুলের টোকা পড়লেও আইনি আশ্রয় চান শামা ওবায়েদ
পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
২৬৪ দিন আগে
সিলেটে দুপক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত
সিলেটের শাহপরাণ এলাকায় দুপক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
নিহত বিলাল শাহপরাণের বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা এবং পেশায় রঙ মিস্ত্রী ছিলেন। তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিষয়টি নিয়ে এলাকায় সালিশ-বৈঠকও হয়, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এর জেরে সাকেরের পক্ষ নেন যুবদল-ছাত্রদলের কিছু নেতাকর্মী।
আরও পড়ুন: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত
সোমবার যুবদলের কয়েকজন নেতাকর্মী বাহুবল এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে অস্ত্রের আঘাতে বিলাল আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিলালের লাশ নিয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকাল ৩টার দিকে শাহপরাণ মাজার গেটে এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় সাধারণ মানুষ ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা অবিলম্বে বিলালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে আধঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
হাসপাতাল সূত্র জানায়, নিহত বিলালের হাতের রগ কেটে দেওয়া হয়েছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুর ২টার দিকে বিলালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শাহপরাণ বাজারে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৬ জনকে আটক করেছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
৩৯৪ দিন আগে
ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ: আহত ২০
ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটো রিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রবিবার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
স্থানীয়রা জানায়, উপজেলার গট্টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য নুরু মাতুব্বর নামে এক ব্যক্তির লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের অপর এক ব্যক্তির সমর্থকের একটি ব্যাটারি চালিত অটো রিকশা আটকে রাখে। পরে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন, এসময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩৬২ দিন আগে
ঠাকুরগাঁওয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত ৪
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে একটি সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
১৯৬৩ দিন আগে
সরাইলে পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার বাড়ির পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
২০৯৫ দিন আগে
মাগুরায় দুপক্ষের সংঘর্ষে পুলিশ নিহত
মাগুরা জেলার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে সোমবার রাতে দুপক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
২১৭২ দিন আগে