দুপক্ষের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ: আহত ২০
ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটো রিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রবিবার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
স্থানীয়রা জানায়, উপজেলার গট্টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য নুরু মাতুব্বর নামে এক ব্যক্তির লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের অপর এক ব্যক্তির সমর্থকের একটি ব্যাটারি চালিত অটো রিকশা আটকে রাখে। পরে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন, এসময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত ৪
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে একটি সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
সরাইলে পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার বাড়ির পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
৪ বছর আগে
মাগুরায় দুপক্ষের সংঘর্ষে পুলিশ নিহত
মাগুরা জেলার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে সোমবার রাতে দুপক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
৪ বছর আগে