জিম্বাবুয়ে সফর
জয় দিয়ে বিপর্যয়কর জিম্বাবুয়ে সফর শেষ করল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ১০৫ রানের সান্ত্বনা জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে টাইগারদের বিপর্যয়কর জিম্বাবুয়ে সফর শেষ হলো।
২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই প্রথম সিরিজ হার।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে টাইগাররা স্বাগতিকদের ২৫৭ রানের টার্গেট দেয়। জবাবে জিম্বাবুয়ে ৩২ ওভার ২ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায়।
জিম্বাবুয়ের হয়ে প্রথম দুই ম্যাচে দুই সেঞ্চুরি করা সিকান্দার রাজা এই ম্যাচে শূন্য রানে আউট হন। তিনি হাসান মাহমুদের বলে ফেরেন।
আরও পড়ুন: ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় জিম্বাবুয়ের
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজু রহমান পাঁচ ওভার ২ বলে ১৭ রান দিয়ে চার উইকেট নেন। ইদাদত হোসেন ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে আফিফ হোসেনের অপরাজিত ৮৫ এবং এনামুল হক বিজয়ের সিরিজে দ্বিতীয় অর্ধশতকে ভরে করে ৯ উইকেটে ২৫৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও লুক জংওয়ে দুটি করে উইকেট নেন।
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এবং ২-১ ব্যবধানে পরাজিত হয়।
২ বছর আগে